ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মৌসুমী হাওয়ায়...

মৌসুমী হাওয়ায়...

মৌসুমী হামিদ

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ২৩:১৪

'অভিনয় ক্যারিয়ারে পরিচিতির মোহ কখনও আমাকে পেয়ে বসেনি। সিনেমা কিংবা টিভি পর্দায় প্রতিদিন নিজেকে দেখা যাবে- এমন বাসনাও ছিল না। যে জন্য কাজের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিইনি। সেই কাজটি করতে চেয়েছি, যেটি নিজের ভালো লাগবে। এমন গল্প ও চরিত্র চেয়েছি, যা দর্শকের মনে আঁচড় কাটবে'- অভিনয় নিয়ে এমন কথাই বললেন অভিনেত্রী মৌসুমী হামিদ। 'না মানুষ', 'জালালের গল্প', 'ব্ল্যাকমেইল', 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী' 'গোর' চলচ্চিত্রের পাশাপাশি 'ভালোবাসার চতুস্কোণ', 'চোরাকাটা', 'রোশনি', 'বাদাবন', 'ঘরে বাইরে', 'তোলপাড়', 'জায়গীর মাস্টার', 'পলাশ ফুলের নোলক'সহ বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করে যিনি দর্শক প্রশংসা পেয়েছেন; তাঁর মুখে এমন কথা শুনে অবাক হওয়ার কিছু নেই। এই যে নাটক, টেলিছবি ও চলচ্চিত্রের কথা বলা হলো, সেগুলো মৌসুমী হামিদকে রাতারাতি তারকা বানিয়ে দেয়নি ঠিকই কিন্তু অভিনেত্রী হিসেবে তাঁর একটি ইমেজ তৈরি করে দিয়েছে।

সম্প্রতি তিনি অভিনয় করেছেন 'নয়া মানুষ' নামে একটি চলচ্চিত্রে। এতে তাঁর বিপরীতে রয়েছেন রওনক হাসান। হাসানুজ্জামানের 'বেদনার বালুচর' গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন সোহেল রানা বয়াতি। নদীর যেমন এক কূল ভেঙে অন্য কূল গড়ে, তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেটি নিয়েই চলচ্চিত্রের গল্প।

এতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, "অভিনয়ের ক্ষুধা সবসময় কাজ করে আমার মধ্যে। আসলে এমন চরিত্রে কাজ করতে চাই, যেন দর্শক সেই চরিত্রের জন্য আমাকে মনে রাখে। 'নয়া মানুষ' গল্পে তেমনই একটি চরিত্র পেয়েছি। 'সুজলা' চরিত্রটি নিজের মধ্যে অনেক দিন ধারণ করেছি। একটা ঘোরের মধ্যে ছিলাম। মনে হচ্ছিল এ গল্প আমাকে করতেই হবে। শুধু চরিত্র ও গল্পের জন্যই চাঁদপুরে মেঘনার বাঁকে দুর্গম এক চরে এসে কষ্ট করেছি। শুধু দুর্গমই নয়, এর সঙ্গে যুক্ত হলো ঘূর্ণিঝড় সিত্রাং। তিন দিন ধরে বৃষ্টি! ওই সময় ৩ নম্বর সতর্ক সংকেত ছিল সেখানে। এর মধ্যে গোটা দিন আমি আর সহশিল্পী ঊষশী ভিজে ভিজে শুটিং করেছি। শুটিং শেষ করেই মাইক্রো চেপে কাঁপতে কাঁপতে ঢাকায় ফিরেছি। কী ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি তা বলে বোঝানো যাবে না।

ওয়েবমাধ্যমে অভিনয়ে সরব মৌসুমী হামিদ। ওয়েব ছবি 'টেক্কা', ওয়েব সিরিজ 'রূপকথা নয়'সহ কয়েকটি কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'তে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'দুই দিনের দুনিয়া'। অনম বিশ্বাস অভিনীত এ ওয়েব ছবিতে 'লতা' চরিত্রে অভিনয় করেছেন তিনি।

চরিত্র নিয়ে বেশ সাড়া পাচ্ছেন এ তারকা অভিনেত্রী। 'টিভি নাটক ও চলচ্চিত্রে কাজের পাশাপাশি ওয়েবে অভিনয় করে ভীষণ ভালো লাগছে। ওটিটিতে গল্পভিত্তিক কাজ বেশি হচ্ছে। গল্পভিত্তিক এ ধরনের কাজ বেশি করতে চাই'- বললেন মৌসুমী হামিদ। 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০' প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন মৌসুমী হামিদ। ক্যারিয়ারের এক যুগ পূর্ণ করেছেন তিনি। সাতক্ষীরার এই মেয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর 'বাংলা আমার মাতৃভাষা' নাটকে। ক্যারিয়ারের এই পথচলা নিয়ে তিনি বলেন, 'দেখতে দেখতে এক যুগ পার করেছি টেরই পেলাম না। সৌভাগ্য এ সময়ে সহকর্মীদের অনেক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। প্রতিনিয়ত নতুন কিছু শিখছি। নির্মাতারা আমার ওপর আস্থা রাখেন- এটিও বড় পাওয়া। দর্শক পছন্দ করেন বলেই নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন। আগামী সময়েও এভাবে কাজ করতে চাই। নিজেকে ভাগ্যবান মনে করি, ভালো কয়েকজন নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। কিছু কাজ আমাকে দর্শক পরিচিতি ও প্রশংসা পাইয়ে দিয়েছে। এর বেশি আর কী চাই! অভিনয় নিয়ে মানুষের ভালোবাসার চেয়ে বেশি কিছু চাওয়ার থাকতে পারে না। একজন শিল্পী টিকে থাকেন দর্শকের ভালোবাসায়।'

আরও পড়ুন

×