ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মতলব

উৎসবের প্রস্তুতি

উৎসবের প্রস্তুতি

তানভীর ও ইমন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ১২:০০

মতলব সুহৃদ সমাবেশ সামাজিক-সাংস্কৃতিক নানা কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে চলছে। নানা কার্যক্রমের সম্মিলনে সুহৃদদের নতুন উদ্যমে এগিয়ে নিতে এবার আয়োজিত হচ্ছে দ্বিবার্ষিক সুহৃদ উৎসব। এ লক্ষ্যে ৪ নভেম্বর সকালে মতলবে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মতলব সুহৃদদের অংশগ্রহণে সকাল ১০টায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সমকাল মতলব প্রতিনিধি ইকবাল হোসেন। উৎসব আয়োজনে পরামর্শ ও দিকনির্দেশনার পাশাপাশি সুহৃদদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। উৎসবে নানা আয়োজনের মধ্যে গুণীজনদের সফলতার গল্প শোনার আসর নামে একটি পর্ব করার প্রস্তাব করেন সুহৃদরা। সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মতলব সুহৃদ সমাবেশের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক তানভীর আহমেদের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন অধ্যাপক কামরুজ্জামান, বিপ্লব সাহা, ইমন সরকার, মহিন উদ্দিন, সাখাওয়াত বাবু, নাহিদ আহমেদ, রিয়াদ আহমেদ খান, তানিয়া আক্তার বৃষ্টি, আরিফুল ইসলাম, অজয় দাস, সাব্বির আলম প্রমুখ।
সুহৃদ মতলব, চাঁদপুর

আরও পড়ুন

×