নড়াইল
নড়াইল মুক্ত দিবসে শহীদদের স্মরণ

মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করছেন সুহৃদরা
শামীমূল ইসলাম
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ২২:৪৯
মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করে ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস পালন করেছে দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ। এদিন সন্ধ্যায় নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডের গণকবরে সুহৃদ সমাবেশের সদস্যরা এ আয়োজন করেন। গণকবর চত্বরে ফুলের পাপড়ি ও আল্পনায় হাজারো মোমবাতি প্রজ্বালন করে 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তাঁরা।
এ সময় দৈনিক সমকাল নড়াইল জেলা প্রতিনিধি শামীমূল ইসলাম টুলুর সভাপতিত্বে বক্তব্য দেন- নড়াইল থেকে প্রকাশিত দৈনিক ওশান পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, গণহত্যায় শহীদ পরিবারের সন্তান তরফদার সাজ্জাদ হোসেন টিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সাধারণ সম্পাদক শরিফুল আলম লিটু, সমকাল সুহৃদ সমাবেশ নড়াইলের সভাপতি প্রশান্ত সরকার, সাধারণ সম্পাদক চয়ন কুণ্ডু, চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমান আলী মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক প্রলয় কীর্ত্তনীয়া প্রমুখ। এ সময় নড়াইল জেলা ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুহৃদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
তুলারামপুর গ্রামের আট মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকামী মানুষকে বর্তমান নড়াইল পানি উন্নয়ন বোর্ডের মধ্যে (তৎকালীন ওয়াপদা) জীবন্ত কবর দেওয়া হয়। যুদ্ধের ৯ মাসজুড়ে পাকিস্তানি হানাদার বাহিনী এবং স্থানীয় রাজাকাররা নড়াইলের প্রায় ৫ হাজার মানুষকে হত্যা করে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের পরাজিত করে নড়াইলকে শত্রুমুক্ত করেন বাংলার বীর মুক্তিযোদ্ধারা।
নড়াইল প্রতিনিধি
- বিষয় :
- নড়াইল মুক্ত দিবস
- মোমবাতি প্রজ্বালন