মাফলারে টুপিতে

শাহিন আলম শাওন
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ০৬:০৬
চলছে মাঘ মাস। ঢাকায় খুব একটা শীতের দাপট না থাকলেও যেকোনো সময় কমে যেতে পারে তাপমাত্রা। কনকনে ঠান্ডায় কান ও গলায় বাতাস ঢোকে। এতে দ্রুত ঠান্ডা লেগে জ্বর চলে আসে। শীতের প্রকোপ থেকে বাঁচতে এবং উষ্ণতা পেতে গায়ে জড়ান মাফলার ও টুপি। লিখেছেন শাহিন আলম শাওন
সোয়েটার, জ্যাকেট আর চাদরে পুরো শরীর ঢেকে শীত ঠেকানো গেলেও কান-নাক-মুখে ঠান্ডা বাতাস ঢোকে। মাথা ও গলা ঢাকতে টুপি ও মাফলারের বিকল্প নেই। মাফলার বা টুপিতে ফ্যাশন কমে যাবে সেটি ভাবার কিছু নেই। প্রয়োজনের পাশাপাশি এখন শীতের অনুষঙ্গগুলো ফ্যাশন আর আধুনিকতার বাহন হয়ে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে টুপি আর মাফলার শীতের স্টাইলে ভিন্ন মাত্রা যোগ করেছে। বাজার ঘুরে দেখা গেল হরেক রকমের রংবেরঙের টুপি-মাফলারের বাহার।
বিভিন্ন ধরনের টুপি
কানঢাকা টুপি বা মাঙ্কি টুপি :টুপিগুলো এখন জনপ্রিয় হয়ে উঠেছে। ছোটদের জন্য ভালুক, কার্টুনের টুপি; বড়দের জন্য একরঙা বা বিভিন্ন রঙের সংমিশ্রণের টুপিও পাওয়া যাচ্ছে।
মাফলার টুপি :এখন বাজারে এমন টুপিও এসেছে, যার প্রান্তভাগ গলায় জড়িয়ে রাখা যাবে।
ক্যাপের মতো :এগুলো গেঞ্জি কাপড় থেকে শুরু করে মোটা উলেরও হয়ে থাকে। ছেলেমেয়ে সবার মধ্যেই এই টুপির জনপ্রিয়তা রয়েছে।
ঝোলা টুপি :সাধারণত এ ধরনের টুপির পেছনের দিক একটু ঝোলানো থাকে। মেয়েদের মধ্যে এই টুপি বেশ জনপ্রিয়। রাস্তার ধুলাবালু ও শীতের আবহাওয়া থেকে অনায়াসেই চুল রক্ষা করা যায় এই টুপি ব্যবহারে।
কোথাও তাড়াহুড়া করে যেতে হলে চুল বেঁধে এই টুপি পরলেও আধুনিকতার ছোঁয়া থাকবে পোশাকে। তবে রং ও টুপির কাপড় যাচাইয়ের ক্ষেত্রে সচেতন হতে হবে।
এ ছাড়া পুরোনো ফ্যাশনের টুপির মধ্যে মোটা উলের টুপি, একসঙ্গে মুখ ও মাথা ঢাকার টুপিও আছে বাজারে। কোন টুপিতে মানাবে বেশি, মুখের গড়ন ও ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে কোন টুপি পরলে দেখতে লাগবে ভালো- এসব বিষয়ে জানিয়েছে একটি সাজসজ্জাবিষয়ক ওয়েবসাইট।শীতের টুপি পরার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে কিছু বিষয় মেনে চললেই সবাইকে মানানসই লাগবে।
ছোট চুল :যাঁদের চুল ছোট, তাঁরা সম্পূর্ণ চুল টুপির ভেতর রাখতে পারেন। বড় চুল হলে পাশ দিয়েও চুল বের করে রাখা যায়।
কপালের সামনের ছোট চুল :কপালের সামনের চুল ছোট যাঁদের, তাঁরা চাইলেই সেটি বের করে রাখতে পারেন। চুল বেশি এলোমেলো থাকলে অনায়াসেই তা টুপির ভেতর গুঁজে রাখা যাবে।
সঠিক টুপি বাছাই
রং :কালো, খয়েরি, নীল রঙের যে কোনো টুপি মানিয়ে যাবে যে কোনো পোশাকের সঙ্গে। উৎসবমুখর পরিবেশে লাল, সাদা অথবা সবুজ রঙের টুপি পরা যেতে পারে। কারও উজ্জ্বল রং পছন্দ হলে হলুদ বা নিওন টুপিও বেছে নিতে পারেন।
মাপ :সব সময় এমন টুপি বেছে নেওয়া উচিত যা একটু ঢিলে হবে। কারণ, টুপিতে ব্যবহূত ইলাস্টিক কপালের কাছে আঁটসাঁট হয়ে থাকলে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি কপালে দাগও ফেলে দেয়।
মাফলার :শীতে তরুণ-তরুণী সবার পছন্দ মাফলার। উলের নেটের পাশাপাশি অ্যান্ডি কটন, পশমিসহ নানা কাপড় আর রঙের মাফলার পাওয়া যাচ্ছে। মেয়েদের মাফলার একটু ছোট আর চওড়া, ছেলেদের দৈর্ঘ্য বড়। উলের নেট মাফলার থেকে শুরু করে অ্যান্ডি কটন, পশমি মাফলারসহ নানা রঙের চেক মাফলার পাওয়া যাচ্ছে বাজারে।
এ ছাড়া মাফলারে রয়েছে দুটি ধরন- শর্ট এবং লং। মেয়েদের মাফলারগুলো কিছুটা শর্ট হয়ে থাকে ছেলেদের তুলনায়। তা ছাড়া উলের চেইলের মাফলারও খুব গ্রহণযোগ্য বর্তমানে। এর সঙ্গে রয়েছে সুতির মাফলারও। লতাপাতা, গাছপালা, প্রজাপতি থেকে শুরু করে নানা ধরনের কারুকাজ করা থাকে এই মাফলারগুলোতে। মাফলারের মধ্য এই শীতে জনপ্রিয় হলো হাতে বোনা চিকন উলের হাজি মাফলার। দৈর্ঘ্যে বড় হওয়ায় সহজেই মাথা-গলা পেঁচিয়ে পরা যায়। আর ছেলেদের ক্ষেত্রে মাফলারে ফ্যাশন করতে চাইলে সেটি গলায় পেঁচিয়ে এর ওপর শার্ট পরে পোশাকের সঙ্গে রঙের সামঞ্জস্য রাখুন।
মডেল :আইরিন; ছবি : ফাহিম
- বিষয় :
- মাফলার
- টুপি
- সোয়েটার
- জ্যাকেট
- শীতের পোশাক