দর্শকমুখর ঢাকা চলচ্চিত্র উৎসব

'জে কে ১৯৭১' [বাংলাদেশ] ছবিতে শুভ্র সৌরভ দাস
উপমা পারভীন
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ | ০৫:২২
'নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ'- এ প্রতিপাদ্যে রাজধানীতে চলছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩। দেশি-বিদেশি অভিনয়শিল্পী, নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, প্রযোজক ও দর্শকের অংশগ্রহণে জমে উঠেছে এই আয়োজন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭১ দেশের ২৫২টি সিনেমা দেখানো হচ্ছে।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে এসব সিনেমা প্রদর্শিত হবে। সিনেমা দেখানোর পাশাপাশি গত রোববার ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে উদ্বোধন করা হয় নবম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস সম্মেলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় 'উইমেন ইন সিনেমা' নিয়ে আলোচনা করেন কলকাতার অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা ঘোষ, অভিনেত্রী বন্যা মির্জা ও উপস্থাপক নবনীতা চৌধুরী। উৎসবের অংশ হিসেবে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী 'ওয়েস্ট মিটস ইস্ট :স্ট্ক্রিনপ্লে ল্যাব'। এটি ঢাকা আন্তর্জাতিক উৎসবের মেন্টরিং ও পিচিং প্ল্যাটফর্ম। এই আয়োজনে দক্ষিণ এশিয়া থেকে ৬২টি সিনেমা জমা পড়ে। এর মধ্য থেকে ১০টি সিনেমা নির্বাচিত হয়, যার তিনটি বাংলাদেশের, চারটি ভারতের, দুটি শ্রীলঙ্কার এবং একটি নেপালের। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই আয়োজন শেষ হচ্ছে ২২ জানুয়ারি।