দুমকী
সাংগঠনিক সভা

সাংগঠনিক সভায় দুমকীর সুহৃদরা
তাহেরা আলী রুমা
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ | ০৬:১২
পটুয়াখালীর দুমকীতে সুহৃদদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বিকেলে দুমকী সরকারি জনতা কলেজ মিলনায়তনে সুহৃদ সভাপতি তাহেরা আলী রুমার সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন সমকালের জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন। উপস্থিত ছিলেন সমকালের দুমকী প্রতিনিধি এবাদুল হক বাদল, উপদেষ্টা এ বি এম আসাদুজ্জামান, প্রভাষক মো. রফিকুন নবী, পবিপ্রবি সভাপতি রেজওয়ানা হিমেল, দুমকীর সাধারণ সম্পাদক প্রশান্ত পার্থ, সুহৃদ মেহেরুন্নেছা পরশমণি, ফারিয়া আক্তার, রাজিয়া প্রমুখ।
- বিষয় :
- সাংগঠনিক সভা
- দুমকী