চ্যাটজিপিটি নতুন বিং নতুন এজ

আলাউদ্দিন আলাদিন
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:৪৫
ওয়েব ব্রাউজারে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে চ্যাটিং ফিচার। চ্যাটজিপিটির মাধ্যমে এ ফিচার নিয়ে আসছে বিং এবং এজ। এর ফলে কী অনুসন্ধান করতে ইচ্ছুক, তা চ্যাটিংয়ের মাধ্যমে ব্রাউজারকে ঠিকঠাক বুঝিয়ে দেওয়া যাবে
প্রযুক্তি বিশ্বে চলছে এখন চ্যাটজিপিটি ঝড়। এরই মধ্যে ব্যবহারকারীদের নানা কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দিয়ে নজর কেড়েছে চ্যাটবটটি। বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এ চ্যাটবট (নিজ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে সক্ষম সফটওয়্যার) যোগাযোগ ব্যবস্থাকেই বদলে দেবে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলছেন, ইন্টারনেটের পর চ্যাটজিপিটিই হচ্ছে যুগান্তকারী উদ্ভাবন। তো এই চ্যাটজিপিটি এবার যুক্ত হচ্ছে মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন বিং এবং এজ ব্রাউজারে (সাবেক ইন্টারনেট এক্সপ্লোরার)। ধারণা করা হচ্ছে, ব্রাউজিং একচ্ছত্র অধিপতি গুগলের ক্রোম ব্রাউজারকে সত্যিকারের চ্যালেঞ্জ ছুড়ে দেবে চ্যাটজিপিটি-নির্ভর বিং এবং এজ ব্রাউজার। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন শুধু লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের অনুসন্ধানের ফলাফল দেয়, সেখানে বিং কিংবা এজ শুধু লিঙ্ক নয়, পাশাপাশি পূর্ণাঙ্গ উত্তর দেবে।
নতুন দিনের ব্রাউজার
মাইক্রোসফটের পরিসংখ্যান অনুযায়ী, ইন্টারনেটে প্রতিদিন প্রায় এক হাজার কোটিবার তথ্য অনুসন্ধান করেন ব্যবহারকারীরা, যার অর্ধেকেরই কোনো উত্তর পাওয়া যায় না। মূলত ইন্টারনেটে অনুসন্ধানের বিষয়বস্তু এমন কিছু থাকে; যার উত্তরের জন্য সার্চ ইঞ্জিন ডিজাইন করা হয়নি। এখানেই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান দেবে বিং ও এজ।
মাইক্রোসফট ভাষ্যমতে, নতুন বিং সার্চ ইঞ্জিন হলো ব্যক্তিগত সহকারী। আমরা বিভিন্ন তথ্য জানতে সাধারণত সার্চ ইঞ্জিনের দ্বারস্থ হই। আপনি যখনই বিং-এর মাধ্যমে ওয়েবে অনুসন্ধান করবেন, তখন আপনার পাশে একজন গবেষণা সহকারী, ব্যক্তিগত পরিকল্পনাকারী এবং সৃজনশীল অংশীদার হিসেবে থাকবে। এই সহকারী আপনার কাঙ্ক্ষিত তথ্য অনুসন্ধানের জন্য সঠিক উত্তর বাছাইয়ের ক্ষেত্রে সাহায্য করবে।
চ্যাটিংয়ের মাধ্যমে ব্রাউজিং
ওয়েব ব্রাউজারে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে চ্যাটিং ফিচার। চ্যাটজিপিটির মাধ্যমে এ ফিচার নিয়ে আসছে বিং ও এজ। এর ফলে কী অনুসন্ধান করছেন, সে বিষয়ে চ্যাটিংয়ের মাধ্যমে ব্রাউজারকে ঠিকঠাক বুঝিয়ে দিতে পারবেন। এতে মিলবে কাঙ্ক্ষিত তথ্য। বিশেষ করে জটিল অনুসন্ধানের জন্য যেমন একটি ভ্রমণের যাত্রাপথের পরিকল্পনা কিংবা কোন টিভি কিনবেন, তা গবেষণার জন্য চ্যাটিং অভিজ্ঞতা নিতে পারবেন নতুন বিং এবং এজ সার্চ ইঞ্জিনে। যতক্ষণ না কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছেন, ততক্ষণ চ্যাটিংয়ের মাধ্যমে খুঁজতে পারবেন।
আরও ভালো অনুসন্ধান
চ্যাটজিপিটি-নির্ভর নতুন এ ইঞ্জিন পরিচিত অনুসন্ধান পদ্ধতিতে আমূল বদলে দেবে। এতে খেলার স্কোর, শেয়ারবাজার এবং আবহাওয়ার মতো খবরের জন্য আরও প্রাসঙ্গিক উত্তর পাওয়া যাবে। হালনাগাদ এ ব্রাউজারের সাইডবারে থাকবে প্রাসঙ্গিক ফলাফল। পাশাপাশি অনুসন্ধানের সঙ্গে সম্পর্কিত আরও নানা ধরনের উত্তর পাওয়া যাবে; যা প্রথাগত অনুসন্ধানে মিলবে না। নতুন সার্চ ইঞ্জিন আপনাকে উত্তরের পাশাপাশি প্রয়োজন অনুসারে অনুপ্রেরণা দেবে। ধরুন, আপনি কোথাও পাঁচ দিনের ভ্রমণে বের হলেন। এখন আপনার দরকার ভ্রমণ গাইডের বিস্তারিত ফলাফলের পাশাপাশি চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে বা অন্য কোনো কর্মকাণ্ড সম্পন্ন করার গাইডলাইন। নতুন বিং এর সব উৎস দেখাবে এবং পরামর্শ দেবে।
সম্পূর্ণ উত্তর
আপনি যে উত্তরটি খুঁজছেন তা খুঁজে পেতে এবং সারসংক্ষেপ করতে বিং ইঞ্জিন ওয়েবজুড়ে ফলাফল পর্যালোচনা করবে।
উদাহরণস্বরূপ, আপনি যখন কেক তৈরির বিষয়ে অনুসন্ধান করবেন, তখন কেকের বিভিন্ন উপাদন কীভাবে কেকের মধ্যে প্রতিস্থাপন করবেন, সেটি সহজে বের করতে পারবেন অন্য পেজ স্ট্ক্রল না করেই।
এজে নতুন দুই
মাইক্রোসফট নতুন এআই ক্ষমতা এবং একটি নতুন ডিজাইনসহ এজ ব্রাউজার আপডেট করেছে। দুটি নতুন ফিচার যুক্ত হয়েছে এটিতে। চ্যাট এবং কম্পোজ করা। এজ ব্রাউজারের সাইডবারের সাহায্যে আপনি যে কোনো তথ্যের সারাংশ জানতে পারবেন খুব সহজে। উদাহরণস্বরূপ, কোন কোম্পানির শেয়ারবাজারের অর্থনৈতিক বিবরণ জানতে আগ্রহী। এখন সাইডবারের চ্যাট অপশনে গিয়ে কোম্পানির বিবরণ জানতে চাইলে আপনাকে টেবিল আকারে সারাংশ দেখাবে, যা খুব সহজেই বুঝতে পারবেন।
সতর্ক থাকুন
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তা অবশ্যই যাচাই-বাছাই করা জরুরি। কেননা, এটি এখনও পরিপূর্ণতা পায়নি। তাই মাইক্রোসফট তার ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছে।