ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মা হচ্ছেন রিহান্না

মা হচ্ছেন রিহান্না

--

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০

জনপ্রিয় মার্কিন পপতারকা রিয়ান্না দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। সুপারবোল হাফটাইম শোতে নিজের বেবি বাম্প প্রদর্শন করে এই সংবাদ জানিয়েছেন। জানা গেছে, রিয়ান্না ও এসাপ রকির প্রথম সন্তানের বয়স ৯ মাস। গত এক দশকের বেশি সময় ধরে রিয়ান্না ও এসাপ রকি একে অপরের বন্ধু। ২০২১ সালে প্রেমের খবর নিশ্চিত করেন রিয়ান্না। এর পর ২০২২ সালে তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়।

আরও পড়ুন

×