'শেহজাদা'

'শেহজাদা' ছবিতে কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন
উপমা পারভীন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০
একেই বলে উত্থান। ২০১১ সালে 'পেয়ার কা পঞ্চনামা' ছবির মাধ্যমে বলিউড সিনেমায় অভিষেক হয় অভিনেতা কার্তিক আরিয়ানের। এরই মধ্যে বলিউডে এক যুগ পার করেছেন এই অভিনেতা। প্রথম ছবিতে তাঁর পারিশ্রমিক ছিল ১ লাখ ২৫ হাজার টাকা। তবে এই ১২ বছরে ঘুরেছে কার্তিকের ভাগ্যের চাকা। বিশেষ করে গত বছর মুক্তি পাওয়া এই অভিনেতার 'ভুলভুলাইয়া-২' ছবিটি ব্যবসাসফল হওয়ার পর থেকে বলিউডের নতুন সুপারস্টার তমকাও লেগেছে তাঁর নামের পাশে। তাই তো আগে পুরো সিনেমায় পারিশ্রমিক ছিল লাখের নিরিখে, এখন সেই কার্তিকই একটি ছবির পারিশ্রমিক নিচ্ছেন ২০ কোটি টাকা! সে যা-ই হোক না কেন, আগামীকাল শুক্রবার ভারতজুড়ে মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ানের নতুন সিনেমা 'শেহজাদা'। এই ছবিতে তাঁর সহশিল্পী হয়েছেন কৃতি শ্যানন। ২০১৯ সালে 'লুকা ছুপি'র পর আবারও জুটি বেঁধেছেন এ দুই তারকা। তাই তো ছবির প্রচারে ভারতের নানা স্থানে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। গত মঙ্গলবার ভালোবাসা দিবসে সবাই যখন ভালোবাসার মানুষের সঙ্গে; তখন তাজমহলে গিয়েছেন কার্তিক ও কৃতি। এ দুই তারকা ভ্যালেন্টাইনস ডে কাটিয়েছেন সেখানেই। নেটদুনিয়ায় কার্তিক ও কৃতির তাজমহলে বেড়ানোর ছবি ছড়িয়ে পড়তেই নতুন সম্পর্কের গুঞ্জন রটে। নেটিজেনরা মন্তব্য করছেন, তাহলে কি প্রভাস নয়; আসলে কার্তিকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন কৃতি? আর 'ধামাকা' অভিনেতাও কি তাঁর নতুন প্রেম খুঁজে পেলেন? গুঞ্জন যা-ই রটুক না কেন, এ ছবির মাধ্যমে প্রথমবার চকলেট বয়ের ইমেজ ছেড়ে অ্যাকশন স্টারের ভূমিকায় পাওয়া যাবে কার্তিককে। 'শেহজাদা' মূলত তেলেগু সিনেমা 'আলা বৈকুণ্ঠপুররামুলু'র হিন্দি রিমেক। তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন ও পূজা হেগড়ে। অনেকের মতে, 'শেহজাদা'য় কার্তিকের লুকে অনেকটাই আল্লু অর্জুনের ছোঁয়া পাওয়া গেছে। আল্লুর সেই ছবির মতো 'শেহজাদা' বক্স অফিসে ঝড় তুলতে পারবে কিনা- তা জানা যাবে আগামীকাল। রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মনীষা কৈরালা। আরও আছেন পরেশ রাওয়াল, রণিত রায়, শচিন খেদকর।
- বিষয় :
- শেহজাদা
- বলিউড
- কার্তিক আরিয়ান
- অ্যাকশন স্টার