ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছাড় ও উপহার

ছাড় ও উপহার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:৫৭

রায়ন্স কম্পিউটারে মেটবুক ল্যাপটপে ছাড়
হুয়াওয়ের মেটবুক ল্যাপটপে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে রায়ান্স কম্পিউটার। সঙ্গে উপহার হিসেবে থাকছে সাড়ে ছয় হাজার টাকা দামের ব্যাকপ্যাক। সংস্করণভেদে হুয়াওয়ে মেটবুক পাওয়া যাবে ৬০ হাজার ৫০০ থেকে ৯৯ হাজার টাকার মধ্যে।

দেশজুড়ে রায়ান্সের শোরুম কিংবা অনলাইন স্টোর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অফার পাওয়া যাবে। রিয়েলমি ল্যাপটপেও ছাড় ও উপহার দিচ্ছে কোম্পানিটি। রিয়েলমি বুক আই ৫ ইন্টেল কোর আই ৫ চালিত ল্যাপটপটি তিন হাজার টাকা ছাড়ে পাওয়া যাবে ৭৪ হাজার টাকায়। অনলাইন থেকে কিনলে থাকছে আরও এক হাজার টাকা ছাড়। সঙ্গে স্মার্ট ওয়াচ উপহার। অফারটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

টেকশপে ২১% পর্যন্ত ছাড়
ভাষার মাস উপলক্ষে নানা ধরনের প্রযুক্তি যন্ত্রাংশে ২১ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে টেকশপবিডি। টেকশপবিডির স্টোর কিংবা অনলাইন থেকে এ অফারে পণ্য কেনা যাবে। অফার চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

অ্যাপল পণ্যে ছাড়
অ্যাপল পণ্যে ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। সঙ্গে থাকছে নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ১৮ মাসের ইএমআই সুবিধা।

আরও পড়ুন

×