ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কাঁঠালিয়া

বাঁধের দাবিতে মানববন্ধন

বাঁধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী ও সুহৃদরা

ইসরাত জাহান রুমা

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩ | ১৮:০০

উপকূলীয় জেলা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীর তীরে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সুহৃদরা। ২৯ মার্চ উপজেলা পরিষদের সামনের সড়কে বেলা ১১টায় এ মানববন্ধনের আয়োজন করে কাঁঠালিয়া সুহৃদ সমাবেশ।

সমকাল সুহৃদ সমাবেশ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচিতে ভুক্তভোগী এলাকাবাসী, সুহৃদ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক আন্দোলনের নেতা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক মানুষ এতে অংশ নেন।

মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন– বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন বাচ্চু সিকদার, সাংবাদিক মো. শফিকুল ইসলাম রাসেল, যুবলীগের সভাপতি মো. মনির হোসেন খান, সামাজিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি অমিত হাসান তুহিন, সুহৃদ সমাবেশ সহসভাপতি সাকিবুজ্জামান সবুর, ব্যবসায়ী মো. মানিক খান, নাসিম মীরবহর প্রমুখ।

বক্তারা বলেন, বেড়িবাঁধ না থাকায় স্বাভাবিক জোয়ারে উপজেলা পরিষদসহ নদী তীরবর্তী কমপক্ষে ১৫টি গ্রামের নিম্নাঞ্চল দুই থেকে তিন ফুট উচ্চতায় প্লাবিত হয়। ব্যাপক ফসলহানিসহ রাস্তাঘাট তলিয়ে যায়। জল-জলোচ্ছ্বাসে এখানকার মানুষের জীবন বিপন্ন; তাই দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

আরও পড়ুন

×