ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজশাহী

সাত বছরে ‘এসো পড়তে শিখি’ স্কুল

সাত বছরে ‘এসো পড়তে শিখি’ স্কুল

রামেক সুহৃদ পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘এসো পড়তে শিখি’র বর্ষপূর্তি অনুষ্ঠানে শিশুদের সঙ্গে অতিথি ও সুহৃদরা

আশিকুর রহমান

প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১৮:০০

সাত বছরে পা দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) সুহৃদ সমাবেশ পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘এসো পড়তে শিখি’। ৬ মে মেডিকেল কলেজে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা আয়োজন ও শিশুদের সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন রামেক সুহৃদরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামেক সুহৃদ উপদেষ্টা ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী। তিনি বলেন, ‘শিক্ষা জীবনের আলো। ঘরে আলো না থাকলে যেমন মূল্যবান জিনিস আমরা খুঁজে পাই না, তেমনি জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষার আলো। এই স্কুলের মাধ্যমে আমার ছাত্ররা শিক্ষার আলো ছড়াচ্ছে।’
বিশেষ অতিথি রামেকের হেপাটোলজি বিভাগের প্রধান ডা. হারুন অর রশিদ বলেন, ‘দেশের মেধাবী শিক্ষার্থীরা যারা ডাক্তারি পড়ছে, তারা তোমাদের পাঠদান করছে। দায়িত্ব নিয়ে তোমাদের গড়ে তুলছে। তোমরা একদিন গুরুত্বপূর্ণ অবস্থানে যাবে। দেশকে আরও সুন্দর করবে।
সমকালের ব্যুরোপ্রধান সৌরভ হাবিব স্বাগত বক্তব্যে বলেন, ‘২০১৭ সালে স্কুলটি তৈরি করে। সমকালের পক্ষ থেকে আমরা পাশে থেকেছি। দীর্ঘ ৬ বছর সফলতার সঙ্গে স্কুলটি পরিচালিত হয়েছে। আশা করছি, এই স্কুলটি বেঁচে থাকবে আরও অনেক বছর। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামেক সুহৃদের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা ডা. মোতাকাব্বির শাহ্‌দীন। সভাপতিত্ব করেন রামেক শাখার সভাপতি মো. আশিকুর রহমান। উপস্থিত ছিলেন– সুহৃদ উপদেষ্টা তাহমিনা খানম, মাসুদ রানা, আবির, ইমন, আয়েশা, শয়ন ইসলাম, শৈলী, সেতু, রুদ্র, হানিফ, শিহাব, সাদিকুল, বাহার্নল, হাসিব, কাউসার, নেহাল, অভি, মেহেদী  প্রমুখ। প্রায় ৭০ শিশু প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতি শুরু ও শনিবার এখানে শিশুদের পাঠদান করেন সুহৃদরা।

সভাপতি সুহৃদ সমাবেশ, রামেক

আরও পড়ুন

×