ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বিতরণ করল এমজিআই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৩ | ১৮:০০
ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮-এর তথ্যানুসারে, বাংলাদেশে মাত্র ২৯ শতাংশ নারী স্যানিটারি প্যাড ব্যবহার করেন। অর্থাৎ প্রায় ৭১ শতাংশ নারী এখনও স্যানিটারি প্যাড ব্যবহার করেন না। যদিও পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করার জন্য সার্ভিক্যাল ইনফেকশন হতে পারে। এ ছাড়া অস্বাস্থ্যকর কাপড় ব্যবহারের ফলে পরবর্তী সময়ে বন্ধ্যত্ব এমনকি ক্যান্সারেরও ঝুঁকি থাকে। এর জন্য প্রয়োজন জনসচেতনতা।
বাংলাদেশের সর্বস্তরের নারীদের জন্য পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) থেকে হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরিতে সাশ্রয়ী মূল্যে ‘ফ্রেশ অনন্যা’ স্যানিটারি ন্যাপকিন বাজারে আনা হয়। বাজারে আসার পরপরই বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত নারীদের মাঝে পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে ২৫ মে রাজধানীর হাজারীবাগ গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নারী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ‘ফ্রেশ অনন্যা’ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। ঢাকার এনজিও ‘গিভ বাংলাদেশ’ এর গৃহীত উদ্যোগ ‘প্রজেক্ট কন্যা’ এর অংশ হিসেবে স্কুলশিক্ষার্থীদের মধ্যে এই স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ওই অনুষ্ঠানে এমজিআই ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ‘আমরা যদি সবাই মিলে যার যার জায়গা থেকে এগিয়ে আসি, তাহলে আমরাই পারি মেয়েদের চিন্তামুক্ত পিরিয়ড নিশ্চিত করতে।’ ওই অনুষ্ঠানে এমজিআই ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফাসহ আরও উপস্থিত ছিলেন গিভ বাংলাদেশ ফাউন্ডেশন, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং এমজিআইয়ের কর্মকর্তারা।
- বিষয় :
- স্যানিটারি ন্যাপকিন
- এমজিআই