ঈদ আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১৮:০০
রঙ বাংলাদেশ
ঈদুল আজহা কড়া নাড়ছে সবার ঘরে। ঈদুল ফিতরের মতো পোশাকি ঈদ না হলেও ত্যাগের শিক্ষাই এর মূলমন্ত্র। তবুও কোরবানির ঈদে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে নিত্যনতুন সব ডিজাইনের পোশাক। নতুন পোশাকে কোরবানির ঈদকে আরও বেশি রঙিন করে তুলতে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ ‘আমরা সময়কে রাঙিয়ে তুলি’ প্রতিপাদ্যে পাখির রংকে প্রাধান্য দিয়েছে। এবারের ঈদের ডিজাইন এবং থিম প্রসঙ্গে প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘এবারের ঈদ পোশাকের নকশায় গুরুত্ব পেয়েছে একাধিক পাখির রং এবং পাখির বিভিন্ন মোটিফ। এর সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি, ধর্মীয় আবহ এবং সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডের সমন্বয়।’
ঈদ পোশাকে ব্যবহার করা হয়েছে সুতি, লিনেন, হাফ সিল্ক, মসলিন, বেক্সি কটনসহ বিভিন্ন ধরনের মানানসই আরামদায়ক কাপড়। পোশাকের মোটিফকে রাঙাতে মূল রং হিসেবে ব্যবহার করা হয়েছে কমলা, অলিভ, নীল, সাদা, কালো। আর সহকারী হিসেবে আছে লাল, হলুদ, অ্যাশ, মেরুন, সবুজ, অফ-হোয়াইট ও মাল্টিকালার কম্বিনেশন। পোশাকের সৌন্দর্য বাড়াতে করা হয়েছে স্ক্রিন-ব্লক-ডিজিটাল প্রিন্ট, হাতের কাজসহ নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার। বাহারি রঙে রাঙানো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, সিঙ্গেল কামিজ আর ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্টসহ সব ধরনের পোশাক। ঈদ আনন্দে পিছিয়ে নেই ছোটরাও। তাদের জন্য সালোয়ার-কামিজ, ফ্রক, টপস, পাঞ্জাবি, শার্টসহ রকমারি পোশাক তো থাকছেই; সঙ্গে আছে বাবা-ছেলে, মা-মেয়ের ডুয়েট পোশাক, ম্যাচিং করা কাপল পোশাক আর পুরো পরিবারের জন্য ফ্যামিলি প্যাকেজ। পাশাপাশি রয়েছে রঙ বাংলাদেশের রেগুলার পোশাক। ঢাকাসহ সারাদেশের যে কোনো আউটলেটে পাবেন রঙ বাংলাদেশের আকর্ষণীয় ঈদ পোশাক। তাই নিজে কিনুন এবং প্রিয়জনকে উপহার দিন এবারের ঈদ পোশাক। শোরুম ছাড়াও নিজস্ব পেইজ ও ই-কমার্স সাইট www.rang-bd.com থেকে সংগ্রহ করতে পারবেন এবারের ঈদ পোশাক। আর হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করা রঙ বাংলাদেশের পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে।
নগরদোলা
ঈদুল আজহা উপলক্ষে পোশাকের ব্র্যান্ড নগরদোলা নিয়ে এসেছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, টপস ও অন্যান্য পোশাক। শিশুদের জাঁকজমক পোশাকও নিয়ে এসেছে তারা। সাদা, কালো, লাল, নীল, হলুদ ইত্যাদি রং প্রাধান্য দেওয়া হয়েছে এবারের পোশাকে। বৈচিত্র্যময় নকশার পোশাকে ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়। এসব পোশাকে আছে স্ক্রিনপ্রিন্ট, কারচুপি ও এমব্রয়ডারি কারুকাজ। নগরদোলা ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান। এর যাত্রা শুরু হয় ২০০৬ সালের ২ এপ্রিল। ব্যাপক চাহিদার ভিত্তিতে ফ্যাশন জগতে নগরদোলার আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হয়।
টুয়েলভ ক্লদিং
দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং ঈদুল আজহায় ট্রেন্ডি ও ফ্যাশনেবল পোশাক বাজারে এনেছে। এবারের ঈদ ও গ্রীষ্মের কালেকশনকে একটু আলাদাভাবে পরিচয় করিয়ে দিতেই নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছে ব্র্যান্ডটি। টুয়েলভ ক্লদিং তার ঈদ পোশাকে সব সময়ই ঋতুবৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এথনিক এবং ওয়েস্টার্ন এ দুটি ভাগেই নতুনত্ব এনে তারা সাজিয়েছে ঈদ কালেকশন। এবারের পোশাকের ডিজাইনের মাঝে একটু রাজকীয় স্টাইলিশ ঢঙের ছোঁয়া রয়েছে।
এথনিক কালেকশনের ক্ষেত্রে নারী, পুরুষ ও কিডস– তিন ক্যাটাগরিতে বিভিন্ন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণে এ পোশাকের ডিজাইনগুলো সাজিয়েছে টুয়েলভ। ঈদ কালেকশনের প্রধান অনুষঙ্গ পাঞ্জাবির ক্ষেত্রেও তারা নজরকাড়া ডিজাইনের পসরা সাজিয়েছে। ছেলেদের পাজামা-পাঞ্জাবির সম্পূর্ণ সেটসহ সামঞ্জস্যপূর্ণ ট্রেন্ডি ও ফ্যাশনেবল কটিও বাজারে এনেছে তারা। মেয়েদের ক্ষেত্রে থ্রি-পিস, টু-পিস, সালোয়ার-কামিজসহ ট্রেন্ডি পোশাকের সমাহার টুয়েলভের দেশব্যাপী ৩৬টি আউটলেটে। এ ছাড়া ওয়েস্টার্ন কালেকশনের ক্ষেত্রে ছেলেদের পোলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, জিন্সসহ স্টাইলিশ সব পোশাকও এখন পাওয়া যাচ্ছে টুয়েলভের সব আউটলেটে। মেয়েদের পোশাকেও ওয়েস্টার্ন প্যাটার্নের টপস, টিউনিক, জিন্সের কালেকশন দিয়ে নিজেদের মেলে ধরেছে টুয়েলভ।
ব্যাং
আসন্ন ঈদকে সব শ্রেণি-পেশার মানুষের জন্য উৎসবমুখর করতে ফ্যাশন আউটলেট ব্যাং-এর সব নতুন পোশাকে দেওয়া হচ্ছে ৫০ শতাংশ ছাড়। এই ছাড় চলবে স্টক থাকা সাপেক্ষে। ক্রেতাসাধারণের কথা মাথায় রেখে ব্যাং বেশ কয়েক বছর ধরে বিভিন্ন উৎসব-পার্বণে ডিসকাউন্ট সুবিধা দিয়ে আসছে। তাই বরাবরের মতো ব্যাং সব নতুন পণ্যে দিয়েছে ছাড়। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাং-এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, ফতুয়া, থ্রি কোয়ার্টারসহ সব ধরনের মানানসই পোশাক। গ্রীষ্মের এই হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি।
বর্ণন লাইফস্টাইল
নতুন পোশাকে ঈদ উদযাপনকে আনন্দময় করতেই ফ্যাশন হাউস বর্ণন লাইফস্টাইল আয়োজন করেছে বিশেষ ঈদ সংগ্রহ। বর্ণন একটি পরিবেশবান্ধব লাইফস্টাইল ব্র্যান্ড। বর্ণনের পথচলা শুরু হয়েছে দেশীয় উপকরণ দিয়ে আরামদায়ক পরিবেশ উপযোগী ভিন্ন ধরনের পোশাক ও পণ্য নিয়ে। সমসাময়িক আধুনিকতা ও ঐতিহ্যের সঙ্গে পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহারে রয়েছে নতুনত্বের ছোঁয়া। অনলাইনে ঈদকে লক্ষ্য করে থাকছে নান্দনিক ডিজাইনের শাড়ি, ব্লাউজ, টপস, টিউনিক, সিঙ্গেল কামিজ ও পাঞ্জাবি।
ঈদ উৎসব সামনে রেখে বর্ণন লাইফস্টাইল নিয়ে এসেছে বিশেষ আয়োজন। অনলাইন কেনাকাটায় ১৫ শতাংশ ছাড়। অফারটি চলবে চাঁদরাত পর্যন্ত।
বর্ণন লাইফস্টাইলের ই-কমার্স সাইট এবং ফেসবুক পেজ থেকে আজই সবার জন্য কিনুন ঈদের পোশাক। আর উপভোগ করুন ১৫ শতাংশ ছাড়। আছে হোম ডেলিভারির সুবিধা। আপনার অর্ডার করা বর্ণন লাইফস্টাইলের পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে।
বাবা দিবসে বিশ্বরঙে ৩০% ছাড়
১৮ জুন ‘বিশ্ব বাবা দিবস’। বাবাকে শ্রদ্ধা জানাতে বিশ্বরঙ পোশাকে দিচ্ছে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। বাবা দিবসের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ এবং গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিনেন, ভয়েল, স্লাব কাপড়। পোশাকে উজ্জ্বল রঙের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপ্লিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি। বিশ্বরঙের অনলাইন ও ফেসবুক পেজ থেকে ঘরে বসেই পণ্য অর্ডার করা যাবে।
- বিষয় :
- ঈদ আয়োজন