ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ড্যাফোডিল ইউনিভার্সিটি

শেষ ক্লাসের গল্প

শেষ ক্লাসের গল্প

শাকিরুল আলম শাকিল

প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৮:০০

সেমিস্টারের শেষ ক্লাস। অথচ ব্লাক বোর্ডে ঝুলছে রঙিন কাগজ, বাহারি রঙের আর সাইজের বেলুনে ভরে আছে গোটা ক্লাস। জমজমাট পরিবেশ। সেখানে পড়া দেওয়া বা নেওয়ার কোনো প্রেষণা নেই, বাড়ি ফেরার কোনো তাড়া নেই। ছাত্রদের কেউ গাইছে, কেউ আবৃত্তি করছে, কেউবা করছে নৃত্যকলা। আর স্বয়ং শিক্ষক তা উপভোগ করছেন ছাত্রদের আসনে বসে। সেমিস্টারের শুরুতেই কম্পিউটার আর্কিটেকচার  অ্যান্ড অর্গানাইজেশনের কোর্স টিচার মাহিমুল ইসলাম নাদিম স্যার বলে দিয়েছিলেন, আমরা ক্লাসের শেষ দিনটি স্মরণীয় করে রাখব, তাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৬সি ব্যাচের শিক্ষার্থীদের আজ এত আয়োজন।

অনুষ্ঠানটি শুরু হয় কেক কাটার মধ্য দিয়ে। এবি ফোর বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ক্লাসের সবাইকে নিয়ে কেক কাটেন কোর্স টিচার নাদিম স্যার। এরপর প্রথম পর্বের ফটোশেসন শেষ করে সবাই চলে আসেন চিরায়ত ক্লাস রুমে। ক্লাসে ঢুকতেই নজর কাড়ে চোখ ধাঁধানো সব কাগজের কারুকার্যে। আগেরদিন রাতেই সবার সহযোগিতায় তৈরি হয়েছে এগুলো। শিক্ষার্থীদের ওপর ক্লাস পরিচালনার দায়িত্ব ন্যস্ত করে শিক্ষক বসে পড়েন দর্শকের কাতারে। এরপর শিক্ষার্থীরা একে একে এসে একক ও গ্রুপভিত্তিক পরিবেশনা প্রদর্শন করতে থাকে। তানভিরের কোরআন তেলাওয়াত দিতে শুরু হয় অনুষ্ঠান। তারপর বিশ্ববিদ্যালয়ের বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে প্রবন্ধ পাঠ করে শাকিল। এবার গানের পালা। প্রথমেই গিটার হাতে সামনে আসে দীপ্র। ‘হাসতে দেখো গাইতে দেখো’– গানের শুধায় একদম ভরিয়ে তোলে গোটা ক্লাস। সবাই তাল মেলাতে থাকে দীপ্রর সঙ্গে। মুশফিক তো অতি উৎসাহী হয়ে দীপ্রর পাশে গিয়েই বসে পড়ে। দীপ্রর পরে অভিক-হৃদয়দের গ্রুপের পালা। জনপ্রিয় থ্রি ইডিয়েট মুভির ‘গিভ মি সাম সানশাইন’ গানটি পরিবেশন করে তারা। এরপর একে একে সামনে আসে কুশল-তৌফিক, আশিক-তানজিল, ফয়সাল-মাহাবুবদের গ্রুপ। রবীন্দ্রসংগীত পরিবেশ করে শ্যামন্তি ও আয়শা। কবিতা আবৃত্তি করে সুরভি ও প্রান্ত। নৃত্য পরিবেশন করে অনামিকা ও নাজিল।

অনুষ্ঠানের শেষে শিক্ষক নাদিম স্যার বলেন, ‘আমরা দীর্ঘদিন এই ক্লাসে একসঙ্গে কাটিয়েছি। কিছু শিখিয়েছি, কিছু শিখেছি। আক্ষরিক অর্থে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই শেষ, শেষ নয়। আমাদের শেখা, জানা-বোঝাকে যখন বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারব, তখনি পরিপূর্ণতা আসবে।’

আরও পড়ুন

×