সমকাল সুহৃদ সমাবেশ
পঞ্চগড়ে চারা বিতরণ ও বৃক্ষরোপণ

পঞ্চগড়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরুর আগে সুহৃদরা
সফিকুল আলম
প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ০৫:২৪
পঞ্চগড়ে সমকাল সুহৃদ সমাবেশের গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। ২৬ জুন সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের সামনে সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ পথচারী ও স্কুল শিক্ষার্থীদের হাতে বিভিন্ন গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।
চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শহিদুল ইসলাম, একই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের সহসভাপতি ইকবাল বাহার, সুহৃদ সামস আল সিয়াম, নজরুল ইসলাম জনি, সমকাল পঞ্চগড় প্রতিনিধি ও পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সমন্বয়ক সফিকুল আলম প্রমুখ।
বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করার আগে সুহৃদরা এক সভায় মিলিত হন। তাঁরা পরিবেশ রক্ষা এবং জীবন বাঁচাতে গাছের প্রয়োজনীয়তা, গুরুত্বসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় অন্য কার্যক্রমের পরিকল্পনাসহ এই সময় বৃক্ষরোপণের জন্য ব্যক্তিগত পর্যায় ও প্রাতিষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সুহৃদরা জানান, এবার বর্ষা মৌসুমের শুরুতে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়। সোমবার সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ শেষে পঞ্চগড় পৌর শহরের পুরাতন ক্যাম্প এলাকার বাইতুন জান্নাত দারুস সালাম মাদ্রাসা মাঠেও বৃক্ষরোপণ করা হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সুহৃদ সদস্যদের এই কার্যক্রমে মাদ্রাসা শিক্ষার্থীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁদের মধ্য সচেতনতা বাড়াতে পঞ্চগড়ের সুহৃদরা বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
কেন্দ্রীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচি জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত অব্যাহত রাখবেন বলে সুহৃদ সভাপতি শহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে আমাদের গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। আমাদের এই কর্মসূচি চলবে। ঈদের পর মাসব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থানসহ বিভিন্ন এলাকায় সুহৃদ সদস্যদের নিয়ে বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে পঞ্চগড়ের সুহৃদরা কাজ করবেন।
আয়োজন শেষে পরবর্তী সভার তারিখ ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি।
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, পঞ্চগড়
- বিষয় :
- সমকাল সুহৃদ সমাবেশ
- পঞ্চগড়
- বৃক্ষরোপণ