রহস্যময় খুনের গল্পে ‘নিয়ত’

‘নিয়ত’ সিনেমায় বিদ্যা বালান
উপমা পারভীন
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১৮:০০
চার বছরের অপেক্ষা শেষে রুপালি পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এবারও গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্নু মেনন পরিচালিত ‘নিয়ত’-এর ফার্স্ট লুক ভাইরাল হয়েছে। তাতেই নতুনরূপে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন সত্যসন্ধানী বিদ্যা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিয়তের ফার্স্ট লুক আগাথা ক্রিস্টি রচিত মার্ডার মিস্ট্রির কথাই মনে করিয়ে দিচ্ছে।
গোয়েন্দারূপী বিদ্যা এবং তাঁর আতশি কাচের নিচে থাকা অপরাধীদের সাজপোশাক থেকে রুমের পরিবেশ– সবকিছুতেই যে আগাথা ক্রিস্টির ছোঁয়া রয়েছে, তা অস্বীকারের উপায় নেই! সেখানে খুব সাধারণ লুকেই দেখা গেছে বিদ্যা বালানকে। সবুজ শার্ট, মেরুন রঙের সোয়েটার আর বাদামি ওভারকোটে দেখা মিলল বিদ্যার। কপালের কাছে চুল ছোট করে ছাঁটা, একটি আয়নার গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। সেই আয়নায় ধরা পড়ছে সম্ভাব্য অপরাধীর প্রতিফলন। বিদ্যার পেছনে রয়েছে বইয়ের তাক; যাতে সারি সারি বই সাজানো। এর আগে ‘ববি জাসুস’ (২০১৪) সিনেমায় গোয়েন্দা চরিত্রে আমরা দেখেছি বিদ্যাকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। এর বাইরেও পর্দায় একাধিকবার সত্য অনুসন্ধান করতে দেখা গেছে বিদ্যাকে। কখনও সুজয় ঘোষের ‘কাহানি’, আবার কখনও রিভু দাশগুপ্তের ‘তিন’ সিনেমায়।
- বিষয় :
- রুপালি পর্দা
- গোয়েন্দা চরিত্র
- বিদ্যা বালান
- বলিউড