ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লেখা ও ছবি

প্রিয় মা

প্রিয় মা

নীলাদ্রি রাজ সাহা

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৮:০০

 তুমি ছাড়া জীবন বৃথা

 তোমার মত আপন আর তো কেউ নেই। তুমি আমার মা সারা জীবন তাইতো তোমায় ভালোবাসতে চাই। তোমার জন্যই এলাম আমি দেখেছি এই ভুবন। আদরস্নেহে করছো বড় তাইতো তুমি সবচেয়ে প্রিয়। সব মায়েরই চাওয়া কেবল আমরা মানুষ হই এই দোয়াটা তুমিও করো যেন মানুষ হই!   

চতুর্থ শ্রেণি; বিএএফ শাহীন কলেজ, ঢাকা

আরও পড়ুন

×