ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব

ফ্রেমবন্দি স্বপ্নগুলো...

ফ্রেমবন্দি স্বপ্নগুলো...

মো. খশরু আহসান

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ১৮:০০

ঘড়ির কাঁটা, দিনপঞ্জিকার পৃষ্ঠা, মহাবিশ্বের কক্ষপথগুলোতে ঘুরতে থাকা গ্রহ-নক্ষত্র– সবকিছুই তাদের নিজেদের মতো করেই চলমান। পৃথিবীর কোনো মুহূর্তকেই আটকে রাখা সম্ভব হয়নি কখনোই। তবে ছোট্ট একটি ফ্রেমে যারা বিশেষ কোনো সময়কে লেন্সের মাধ্যমে বন্দি করে রাখেন; তারা আলোকচিত্রী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবে রয়েছে এমন একঝাঁক আলোকচিত্রী। যারা শহরের অলিগলিতে, গ্রামগঞ্জে ঘুরে বেড়ান ছবির আশায়। নদনদী, পাহাড়ের চূড়ায়, সমুদ্র থেকে সমতলে ছুটে চলে বিশেষ মুহূর্তগুলোকে বন্দি করে রাখার নেশায়। আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব বছরে মোট ৩টি ফিল্ড ট্রিপ এবং ২টি প্রদর্শনীর আয়োজন করে থাকে। তাদের একটি ওয়ানডে ফটোগ্রাফি ফিল্ড ট্রিপ। ঢাকার আশপাশের ১০০ কিলোমিটারের মধ্যে একটি জায়গা বেছে নিয়ে হয় একদিনের আয়োজন। মানুষের জীবনধারণ বা স্থানীয় সংস্কৃতিকে ফ্রেমবন্দি এবং ফিরে এসে সেগুলো বিশ্লেষণ করা হয়। দ্বিতীয়টি, ন্যাশনাল ফটোগ্রাফি ফিল্ড ট্রিপ। দেশের আনাচে-কানাচে চোখের আড়াল হয়ে থাকা সভ্যতা ও পরিস্থিতিকে তুলে ধরতে
জাতীয় এ আয়োজন। আলোকচিত্রীরা পিঠে ব্যাগ আর হাতে ক্যামেরার লেন্স নিয়ে হারিয়ে যান ছবির নেশায়। তৃতীয়  আয়োজন হলো, ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফিল্ড ট্রিপ। ভারত, নেপাল ও ভুটানসহ পৃথিবীর আকর্ষণীয় বিভিন্ন দেশে যাওয়া হয় এই বিভাগের কার্যক্রমে। সেখানকার জীবনযাত্রা, সংস্কৃতি সম্পর্কে জানার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশকে ফ্রেমবন্দি করতে আলোকচিত্রীরা ছুটে চলেন অবিরাম পথ যাত্রায়। আলোকচিত্রীদের তোলা ছবির প্রদর্শনী ক্লাবটির অন্যতম একটি আকর্ষণীয় ইভেন্ট। জাতীয় ও আন্তর্জাতিক দুই পর্যায়েই প্রদর্শনী হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চত্বরে। তরুণ প্রজন্মের হাতে থাকা ক্যামেরার লেন্সের মাধ্যমে নিজেকে প্রকাশ করার এক অন্যরকম সুযোগ তৈরি করেছে ক্লাবটি। তরুণ প্রজন্মের চোখে পৃথিবী দেখতে কেমন হয়– তা ভেসে থাকে ফ্রেমে। বাঁধিয়ে রাখা হয় ক্লাবের দেয়ালে। প্রদর্শনীতে একেকটি ফ্রেমে থাকে হাজার ধরনের গল্প। আলোকচিত্র প্রদর্শনীর দুটি বড় ধরনের আয়োজন করে থাকে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। তার মধ্যে একটি হলো, অন্তঃবিশ্ববিদ্যালয় চিত্র এবং আলোকচিত্র প্রদর্শনী। এটি মূলত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। এই বিভাগে বিভিন্ন বিষয় ভাগ করা থাকে। শিক্ষার্থীরা সেই বিষয়ের ওপর নির্ভর করে ছবি তোলেন। অন্যটি আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী। সংক্ষেপে আইআইইউপিই। মূলত দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় এই আয়োজন। সীমানা পেরিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন দেশ। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম এবং বিশ্ববিদ্যালয় হিসেবে অনন্যভাবে ২০০০ সাল থেকে আন্তর্জাতিক পরিসরে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। এ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে প্রায় ১২টি
প্রদর্শনী। প্রদর্শনীগুলোতে অংশ নেয় ভারত, নেপাল, অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক মহলের অর্ধশতাধিক দেশের বিশ্ববিদ্যালয়। আপাতত অন্তঃবিশ্ববিদ্যালয় চিত্র এবং আলোকচিত্র প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। সামনের বছরের শুরুর দিকে একটি আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রদর্শনীর আয়োজন করার উদ্দেশ্যে এগিয়ে চলেছে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব ।

আরও পড়ুন

×