অ্যাকশন থ্রিলার হার্ট অব স্টোন

গ্যাল গ্যাদট
মীর সামী
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ০৩:৪৬
বলিউডে নিজের ক্যারিশমা দেখানোর পর হলিউড বিজয়ের জন্য যাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। প্রিয়াঙ্কা চোপড়ার মতো তিনিও এবার পা রাখলেন হলিউডের সিনেমায়। শুক্রবার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার, যা প্রকাশ্যে আসতেই আলিয়ার প্রশংসায় মেতে উঠেছেন ভক্তরা।
সম্প্রতি প্রকাশ হওয়া ২ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারে রয়েছে টানটান অ্যাকশন। এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান হয়েছে ব্রাজিলে টুডুম ফেস্টিভ্যালে। সেখানে ‘হার্ট অব স্টোন’ এর মুখ্য চরিত্র গ্যাদট আলিয়ার প্রশংসা এবং নিজেকে তাঁর ‘ভক্ত’ জানিয়ে বলেন, ‘‘অনেক আগে থেকেই আলিয়ার অভিনয় আমার ভালো লাগে। ‘আরআরআর’ সিনেমা দেখে মনে হয়েছিল, আমরা এমনই একজনকে খুঁজছি, যিনি দেখতে সতেজ সৌন্দর্যের এবং বিভিন্ন ধরনের চরিত্র করার সক্ষমতা রাখেন। এই সিনেমার জন্য আলিয়াকে একদম নিখুঁত বলব আমি।’’ ‘হার্ট অব স্টোন’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে আলিয়া বলেন, ‘এই কাজটি দিয়ে হলিউডে ঢুকেছি, তাই এই সিনেমাটি আমার জন্য বিশেষ।
অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষদের সঙ্গে পরিচিত হয়েছি। শুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় টিমের সহযোগিতা আমার মনে থাকবে।’ পরিচালক টম হর্পারকে ধন্যবাদ জানিয়ে আলিয়া বলেছেন, ‘তাঁর ধারণার চেয়েও সিনেমাটি ভালো হয়েছে।’ তবে সিনেমার ট্রেলারে খলনায়িকা আলিয়ার উপস্থিতি আরও একটু আশা করছিলেন এই নায়িকার ভক্তরা। বিষয়টি নিয়ে আলিয়া ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলেন, ‘ভক্তরা হয়তো নিরাশ হবেন, সেটাই স্বাভাবিক। আমি খুব একটা চিন্তিত নই। দিনশেষে গল্পটাই যে প্রধান। সিনেমার গল্প কোন দিকে যাচ্ছে এবং চরিত্রটা কীভাবে বাঁক নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।’ ‘হার্ট অব স্টোন’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোয়েডার। আরও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগহফার, জিং লুসি ও পল রেডি।