ড্যাফোডিল ইউনিভার্সিটি কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব
পথ দেখাচ্ছে স্বপ্নবাজদের

শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছে ক্লাবটি
শাকিরুল আলম শাকিল
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১৮:০০
কম্পিউটারকে যে কোনো বিষয়ে দক্ষ করে তুলতে বা তার কাজের মাত্রার নিয়ন্ত্রক হতে চাইলে কম্পিউটারের ভাষায় দখল নেওয়া প্রয়োজন। কিন্তু সে কাজ মোটেই সহজসাধ্য নয়। এ ভাষাকে সহজ ও বোধগম্য করে তুলতে এবং এই সেক্টরে আগ্রহী শিক্ষার্থীদের পথনির্দেশনা দিয়ে সহযোগিতা করতে কাজ করছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব-ডিআইইউ সিপিসি। ড্যাফোডিলের একঝাঁক উদ্যমী তরুণদের হাত ধরে ২০১১ সালে গড়ে ওঠে সিপিসি। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং এর জগতে দক্ষ করে তুলতে ও প্রোগ্রামিং রিলেটেড ক্যারিয়ার গঠনে নিরলস পরিশ্রম করে যাচ্ছে ক্লাবটির সদস্যরা। সিপিসি কাজ করে ৪টি লক্ষ্যমাত্রা নিয়ে।
এগুলো হলো– এসিএম, ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড জার্নাল এবং ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি কোলাবরেশন। কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এসিএম সেকশন। সেখানে রয়েছে প্রবলেম সলভিং ক্যাম্পেইন, ট্রেনিং ক্লাস, ট্রাকার শিট ও নিয়মিত কনটেস্টের ব্যবস্থা। ডেভেলপার শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে সিপিসির ডেভেলপমেন্ট বিভাগ। সেখানেও রয়েছে ট্রেনিং ও ক্যাম্পেইনের ব্যবস্থা। পাশাপাশি নিজস্ব ডেভেলপার কমিউনিটির মাধ্যমে নতুন ডেভেলপারদের সঙ্গে অ্যালামনাই ও সিনিয়র ডেভেলপারদের যোগসূত্র তৈরি করে দেয় এই বিভাগ।
যে শিক্ষার্থীরা কম্পিউটার প্রকৌশল বিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে ইচ্ছুক তাদের জন্য কাজ করে রিসার্চ অ্যান্ড জার্নাল বিভাগ এবং প্রোগ্রামার ও ডেভেলপারদের ক্যারিয়ার সংক্রান্ত দিকনির্দেশনা দিয়ে সফল ক্যারিয়ার গড়তে সাহায্য করে সিপিসির ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি কোলাবরেশন বিভাগ। তারা আয়োজন করে অ্যালামনাই টক সেশন, ওয়ার্কশপ, সেমিনার ও বুট-ক্যাম্প। সেখানে খণ্ডকালীন চাকরি ও ইন্টার্নশিপ পেতেও সহযোগিতা করা হয়।
বছরজুড়ে সিপিসির নিয়মিত আয়োজনে রয়েছে টেক অফ কনটেস্ট, ইন্ট্রা ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (IUPC), হ্যাকাথন, আনলক দ্য অ্যালগরিদম, বাংলাদেশ অলিম্পিয়াড ইন ইনফরম্যাটিক্স (BdOI)। শুধু মেয়েদের জন্য সিপিসি আয়োজন করে ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট। তাদের এসব ইভেন্ট ও কনটেস্ট সমূহ কম্পিউটার প্রৌকশলে আগ্রহী শিক্ষার্থীদের দারুণ খোরাক মেটায়। সিপিসির কো-কনভেনর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ ডিআইইউ সিপিসি শুরুর লগ্ন থেকেই কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্লাবটির বর্তমান সভাপতি নাসিম মাহমুদ লিখন বলেন, ‘সিপিসি কেবল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম ও সর্ববৃহৎ ক্লাব নয়, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে তার সুখ্যাতি ও পরিচিতি। আমরা প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে সদস্যসের মাঝে টিম ওয়ার্ক, ম্যানেজমেন্ট ও লিডারশীপ স্কিল নিয়ে ব্যাপক পরিসরে কাজ করে থাকি’।