ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে

--

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:৩৭

গত ৩০ আগস্ট ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে চিলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশটির রাজধানী সান্তিয়াগোতে গুমের শিকার ব্যক্তিদের ছবি হাতে নিয়ে প্রতিবাদ জানান। সেদিন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরশাসনের আমলে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে ‘ন্যাশনাল সার্চ প্ল্যান’ কার্যকর করার ঘোষণা দিয়েছেন। সাবেক স্বৈরশাসক অগাস্তো পিনোশে দেশটির ক্ষমতা দখলের ৫০ বছর পর গুম হওয়া ব্যক্তিদের জন্য সরকারি কোনো উদ্যোগ নেওয়া হলো। পিনোশের আমলে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়। কিন্তু ১ হাজার ১৬২ জনের ভাগ্যে কী ঘটেছিল, তা জানা যায়নি। ছবি :: এএফপি

আরও পড়ুন

×