ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাগেরহাটে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি

বাগেরহাটে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি

সভা শেষে ফটোসেশনে বাগেরহাটের নবগঠিত কমিটির সুহৃদরা

তানজীম আহমেদ

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

বাগেরহাটে সমকাল সুহৃদ সমাবেশের ১২ সদস্যের উপদেষ্টা পরিষদসহ ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক সমকালের বাগেরহাট কার্যালয়ে সুহৃদদের উপস্থিতিতে জেলা স্কাউটের সহকারী কমিশনার শেখ সাকির হোসেনকে সভাপতি ও প্রকৌশলী শেখ তানজির হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

উপদেষ্টামণ্ডলীর সদস্যের মধ্যে রয়েছেন– মুখার্জি রবীন্দ্রনাথ, শেখ হায়দার আলী বাবু, মো. ফরিদ উদ্দীন, দেলোয়ার হোসেন, অধ্যক্ষ ফারহানা আক্তার, অধ্যক্ষ ঝিমি মণ্ডল, আলী আকবর টুটুল, এইচএম মইনুল ইসলাম, শেখ মোস্তাফিজুর রহমান, মো. কামরুজ্জামান, রাজু আহমেদ ও তানজীম আহমেদ।

কমিটির অন্য সদস্যরা হলেন– কল্লোল সরকার, আবিদা সুলতানা, হেনা চৌধুরী, মুশফিকুল ইসলাম রিতু, মোল্লা মাসুদুল হক, আবু বক্কর সিদ্দিক, ইনজামামুল হক, ফয়সাল হাওলাদার, হোসনেয়ারা খাতুন, মুস্তাহিদুল ইসলাম, জাকির হোসেন, ফারজানা পায়েল, রানা ফকির, শেখ শোহান, তৈফুন নাহার, বাবুল আখতার, প্রকাশ চন্দ্র, রাকিবুল ইসলাম, শেখ সোহেল, শারমীন কাজল, শহিদুল ইসলাম, অদিতা হালদার, শেখ সাদী বিন সাঈদ, মাহনুর মিম, জিনাত জান্নাত, হাফিজুল ইসলাম, শেখ আবু তালেব, নওরিন কবির নিম্মী, রিয়াজ শিকদার, সৈকত আলী, আয়রিন তুর্কি, সোহাগ আহম্মেদ, সাকিব হাওলাদার, মো. সায়মন, শেখ শামীম হাসান, আমিনুল ইসলাম ও ফাহিমা আক্তার উর্মি।

সভায় সুহৃদের উদ্যোগে বিভিন্ন কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়। এর মধ্যে ডেঙ্গু নিধনে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন এবং শহর পরিচ্ছন্নতা উল্লেখযোগ্য। প্রতি মাসে সভার মাধ্যমে এসব কাজের অগ্রগতি ও পরবর্তী কর্ম পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। v সমন্বয়ক সুহৃদ সমাবেশ, বাগেরহাট

আরও পড়ুন

×