অবাক বনে তাদের দেখা

আরাধ্য পূর্ণা
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:১৮
একদিন এক ছোট্ট ছেলে নির্জন বনে বেড়াতে গেলো। সে ঘুরতে ঘুরতে এক জায়গায় শুকনো পাতার স্তূপ দেখলো। সেটা আসলে ছিলো এক জাদুর রাস্তা। সে না বুঝেই শুকনো পাতার স্তূপে পা দিলো। অমনি সে এক মনোরম বনে চলে এলো।
সেখানে একই গাছে নানান রঙের ফুল ফুটে ছিলো। বনটি দেখতে এতোই সুন্দর ছিলো যে, তার আর আগের বনে ফিরে যাওয়ার কথা মনে পড়লো না। সে বনের ভেতরে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটা বেগুনি রঙের হাতি আর খুব সুন্দর একটা প্রজাপতি দেখতে পেলো। তারা দু’জনে কথা বলছিলো। সে অবাক হয়ে গেলো তাদের কথা শুনে। কারণ তারা বাংলায় কথা বলছিলো। সে তাদের দিকে এগিয়ে গেলো। সে দেখলো হাতি আর প্রজাপতি তাকে দেখে অবাক হয়ে গেছে।
হাতি তাকে জিজ্ঞেস করলো, ‘তুমি কীভাবে এখানে এলে। কোনো মানুষ তো এই জায়গার কথা জানে না।’ ছেলেটি কীভাবে এলো তা ওদের খুলে বললো। তখন প্রজাপতি তাকে বললো, ‘চলেই যখন এসেছো তখন চলো তোমাকে আমাদের পুরো বনটা ঘুরে দেখাই।’ ঘুরতে ঘুরতে ছেলেটি বললো, ‘তোমাদের বনটা দেখত কতো সুন্দর। এতো সুন্দর বন আমি আর কখনও দেখিনি।’ একসময় সন্ধ্যা নেমে এলো। ছেলেটিকে বাসায় ফিরতে সাহায্য করলো হাতি আর প্রজাপতি। তারপর থেকে তারা বন্ধু হয়ে গেলো!