রাজারহাট
গাছের চারা রোপণ ও বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যেরবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা প্রদান করেন সুহৃদরা
আসাদুজ্জামান আসাদ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে। রাজারহাট সুহৃদ সমাবেশ আয়োজিত চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজারহাট প্রেস ক্লাব সভাপতি ও কবি-সাহিত্যিক সরকার অরুণ যদু।
‘আমার উপজেলা, আমার বাড়ি, সবুজ সুন্দর পরিবেশ গড়ি’– এই প্রতিপাদ্য নিয়ে রাজারহাটে সুহৃদ সমাবেশের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বৈদ্যেরবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মধ্যে চারাগাছ বিতরণ করা হয়।
এর মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুটি করে এবং অন্যান্য শিক্ষার্থীকে ১টি করে প্রায় ৩০০ চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে বহেরা, চিকরাশি, আকাশমণি, মেহগনি, নিম ও পেয়ারার চারা ছিল।
গত ২৯ আগস্ট গাছের চারা বিতরণ উপলক্ষে বিদ্যালয় চত্বরে সমকাল সুহৃদ সমন্বয়ক ও রাজারহাট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত ও বৈদ্যেরবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র।
বৈদ্যেরবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র বলেন, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং নতুন প্রজন্মের জন্য সবুজ, সমৃদ্ধ, নিরাপদ রাজারহাট গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মতো উদ্যোগ গ্রহণ করেছে। নিঃসন্দেহে এটি একটি মহান উদ্যোগ। তিনি এ কর্মসূচির সফলতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুহৃদ রিংকু র্যাবেন, রাশেদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আহসান হাবিব কুইক, সংগীতা সরকার, প্রীতিলতা সরকার, স্বপন সরকার, নাইম, মারুফ চৌধুরীসহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজারহাট (কুড়িগ্রাম)
- বিষয় :
- রাজারহাট
- গাছের চারা রোপণ