ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কাজ কমাবে অ্যামাজনের এআই টুল

কাজ কমাবে অ্যামাজনের এআই টুল

প্রতীকী ছবি

হাসনাত কাদীর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

কেনাকাটার জন্য মার্কেটে ঘুরে সময় খরচের দিন ফুরিয়েছে কবেই। দিন দিন অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। হাজারো প্ল্যাটফর্মে লাখো বিক্রেতা কোটি কোটি পণ্যের পসরা সাজিয়েছেন। সেখান থেকে দরকারি পণ্য কেনার আগে বিবরণ থেকে খুঁটিনাটি জেনে নেন ক্রেতারা। তাই বিক্রেতার জন্য পণ্য তালিকা ও বিবরণ প্রস্তুত খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত ও সহজে কাজটি করতে তাদের সাহায্য করবে বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স সাইট অ্যামাজন ডটকমের নতুন একটি এআই টুল।

অ্যামাজনের এই জেনারেটিভ লিস্টিং কনটেন্ট টুলে অল্প কিছু শব্দে সংক্ষেপে পণ্যের বিবরণ দিতে হয় বিক্রেতাদের। তা থেকেই শিরোনামসহ পণ্যের বিবরণ ও বুলেট পয়েন্ট তৈরি করে দেয় এআই। বিক্রেতারা চাইলে তা সরাসরি বা প্রয়োজনমতো এডিট করে ব্যবহার করতে পারেন।

এআই টুলটিকে প্রশিক্ষণ দিয়ে অত্যন্ত দক্ষ করে গড়ে তোলা হয়েছে। অ্যামাজন বলছে, অনেক বিক্রেতা কয়েক মাস ধরে এটি পরীক্ষা করেছেন। তাদের বেশির ভাগই কোনো রিভিশন ছাড়াই এআইর তৈরি শিরোনাম, পণ্যের বিবরণ ও বুলেট পয়েন্ট সরাসরি ব্যবহার করছেন।

অ্যামাজন ভিপি মেরি বেথ ওয়েস্টমোরল্যান্ড এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘এটি কম সময়ে আকর্ষণীয়ভাবে পণ্যের পূর্ণাঙ্গ তথ্য দিয়ে তালিকা তৈরি করতে বিক্রেতাকে সহায়তা করে। ফলে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা আরও ভালো হবে ক্রেতাদের।’

তিনি জানান, একটি শার্টের ছবি থেকেই এর কলার কেমন, তা বর্ণনা করতে পারে নতুন এই এআই টুল। এ ছাড়া বিভিন্ন উৎস থেকে সম্পূরক তথ্য নিয়ে বিবরণ দিতে পারে।

অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি বলেন, ‘পণ্যের শিরোনাম, বিবরণ বা পরিচয় তুলে ধরতে বিক্রেতারা এখন থেকে জেনারেটিভ এআইর শরণাপন্ন হবেন।’

আরও পড়ুন

×