ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

একচ্ছত্র রানী সুইফট

একচ্ছত্র রানী সুইফট

 মীর সামী

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ২২:১৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ২২:১৮

সুমিষ্ট গলা আর মিষ্টি চেহারার টেইলর সুইফট বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে অতি পরিচিত নাম। সোনালি চুল, গাঢ় নীল চোখের টেইলরকে হঠাৎ দেখলে রূপকথার পরীর মতোই মনে হয়। তাঁর প্রতিটি গানের কথা জুড়ে থাকে নতুন দিন, নতুন আশা, নতুন সম্ভাবনা আর নতুন প্রতিজ্ঞার কথা। মাত্র ৩৩ বছরের জীবনেই টেইলরের আকাশছোঁয়া খ্যাতি, অঢেল অর্জন আর পৃথিবীজোড়া কোটি ভক্তের ভালোবাসা প্রাপ্তি।

নিজের রাজ্যে অদ্বিতীয় হয়েই যেন এসেছিলেন টেইলর। একজন সুকণ্ঠি গায়িকার সঙ্গে সঙ্গে টেইলর অসাধারণ অভিনেত্রীও। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার টেইলর যতটা কমনীয়, ঠিক ততটাই দুর্দান্ত। কোটি সংগীতপ্রেমীর হৃদয়ের রানী টেইলরের অর্জনের ঝুলি দিন দিন ভারী হয়েই চলেছে। দিন দিন নিজেকে ভেঙে যেন নতুন করে গড়ছেন টেইলর। 

নিজেকে নিত্যনতুনভাবে আবিষ্কার করে চলেছেন। গত ১৭ মার্চ থেকে ইরাস ট্যুর শুরু করেছেন তিনি। এই ট্যুরের অংশ হিসেবে প্রায় দেড়শ কনসার্ট করবেন গায়িকা। অন্যদিকে সম্প্রতি  মুক্তি পেয়েছে টেইলর সুইফটের কনসার্ট ফিল্ম ‘ইরাস ট্যুর’। সিনেমাটি  আনুষ্ঠানিকভাবে উত্তর আমেরিকায় ৯২.৮ মিলিয়ন এবং আন্তর্জাতিকভাবে ৩০.৭ মিলিয়ন আয় করেছে। প্রথম সপ্তাহে ১২৩.৫ মিলিয়ন আয় করে ঐতিহাসিক এক রেকর্ড গড়েছেন টেলর। বক্স অফিসের সূত্রমতে, এটি অক্টোবর মাসের মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে সর্বকালের দ্বিতীয় বৃহত্তম উদ্বোধন।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোকার’ ৯৬ মিলিয়ন ডলার আয় করে শীর্ষস্থানে রয়েছে। কনসার্ট ফিল্ম হিসেবে ২০০৯ সালে ‘মাইকেল জ্যাকসন: দিস ইজ ইট’-এর ৭৪.২৫ মিলিয়নের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট। এদিকে টেইলর তাঁর ১৩ বছর আগের অ্যালবাম পুনরায় রেকর্ড করেছেন। অ্যালবামের নাম দিয়েছেন ‘১৯৮৯’ (টেইলর ভার্সন)। মোট ২১টি গান থাকবে অ্যালবামে। ২৭ অক্টোবর ভিনাইল, সিডি, ক্যাসেট ও ডিজিটাল ট্র্যাকে প্রকাশ করা হবে অ্যালবামটি। এ নিয়ে টেইলর লিখেছেন, ‘অ্যালবামের পাঁচটি গান প্রায় হারিয়ে যেতে বসেছে। আমি কখনোই ভাবতে পারি না, গানগুলো চিরতরে হারিয়ে যাবে। নতুন অ্যালবামে গানগুলো নতুন জীবন পাবে।’ 

ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন টেইলর সুইফট। তাঁর কনসার্ট দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা, নতুন গান গড়ে যাচ্ছে রেকর্ডের পর রেকর্ড। পুরস্কার অনুষ্ঠানে তাঁর মনোনয়ন আছে অথচ অন্য কেউ পুরস্কার বাগিয়েছেন– এমনটা খুব কম হয়েছে। ব্যতিক্রম হলো না এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের ক্ষেত্রেও (ভিএমএএস)। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত এবারের আয়োজনে আসরের সর্বোচ্চ ৯টি পুরস্কার পেয়েছেন ৩৩ বছর বয়সী মার্কিন গায়িকা। 

আরও পড়ুন

×