টুয়েলভ ক্লদিংয়ে শীতের পোশাক

ছবি: টুয়েলভ ক্লদিং
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ১২:২৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ | ১২:৩২
আধুনিক, স্টাইলিশ ও ফ্যাশনেবল শীতের পোশাকের পসরা নিয়ে হাজির হয়েছে ‘টুয়েলভ ক্লদিং’। এথনিক ও ওয়েস্টার্ন বিভাগে টুয়েলভ এনেছে নতুনত্ব। ব্র্যান্ডটি এবারের শীতের পোশাক কালেকশনের নাম দিয়েছে ‘উইন্টার ভয়েজ’। তাদের এবারের স্লোগান ‘এ টেল অব ক্ল্যাসিকস'।
টুয়েলভ কর্তৃপক্ষ জানায়, ক্ল্যাসিক কোনো কিছুই কখনও পুরোনো হয় না। হালের ক্রেজে সব ক্ল্যাসিক বিষয়ই এখন আমাদের মধ্যে ফিউশন নিয়ে ফিরে আসছে। সেই ধারাবাহিকতায় লাইফস্টাইল ফ্যাশনকেও টুয়েলভ তরুণদের জন্য যুগোপযোগী করে ফিরিয়ে আনার চেষ্টা করেছে।
টুয়েলভের কালেকশনের একটি উল্লেখযোগ্য দিক হলো পোশাকের রংয়ের স্বাচ্ছন্দ্য বজায় রাখা। টুয়েলভের এ আয়োজনে পোশাকের রংগুলো যে কোনো ম্যাচিং কম্বিনেশনে মানানসই, সুনিপুণ ও স্বস্তিদায়ক। এ কালার কম্পোজিশনে ‘নিউট্রাল কালার প্লে’-কে প্রাধান্য দেওয়া হয়েছে।
ওয়েস্টার্ন ফ্যাশনের পোশাকের ক্ষেত্রে টুয়েলভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ট্রেন্ড ও গুণগত মান। পাশাপাশি পোশাকের ফাংশনাল কোয়ালিটিতেও বিশেষ নজর রেখেছে তারা। এবারের উইন্টার কালেকশনে টুয়েলভের বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার এবং শীতের বিশেষ নিট টি-শার্ট পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে। আকর্ষণীয় পণ্য হিসেবে রয়েছে বিভিন্ন রকমের স্টাইলিশ ব্লেজার। এ ছাড়া এথনিক বিভাগে টুয়েলভের রয়েছে মেন্স, ওমেন্স, কিডস গার্লস এবং কিডস বয়েসের ৪টি ক্যাটেগরি।
- বিষয় :
- শীতের পোশাক
- ফ্যাশন