ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সমাপনী অধিবেশন

সমাপনী অধিবেশন

ছবি: সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ০১:৪০ | আপডেট: ৩০ মে ২০২৪ | ০১:৪২

ডা. দীপু মনি, এমপি
নারীর ক্ষমতায়নের যাত্রার গোড়াটাই অনেক কঠিন। কন্যাশিশু তার জন্মের পর থেকেই নানা ধরনের বাধা-নিষেধের মধ্যে থাকে।  এটা সব সময়ই হয়ে এসেছে, এখনও হচ্ছে। এখনও মেয়েদের খেলনা হিসেবে পুতুল কিংবা হাঁড়ি-পাতিল ধরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে তাদের বার্তা দেওয়া হয়, ‘তুমি মেয়ে। তোমার নিজেকে গুটিয়ে রাখতে হবে।’ পরিবার, সমাজ ও ধর্মের দোহাই দিয়ে একজন নারীর চারপাশে যে দেয়ালটা তুলে দেওয়া হয়, তা ভেঙে বের হওয়াটাই তার প্রথম যুদ্ধ। সেই যুদ্ধটা বড় কঠিন। এই যুদ্ধে জয়ী হওয়াটা গুরুত্বপূর্ণ। কেননা, এ যুদ্ধে জয়ী হতে পারলে তার জন্য আর কোনো বাধাই বাধা নয়। আমাদের মেয়েদের এই দেয়াল ভেঙে বের হওয়া শেখাতে হবে। 
রাশেদা কে চৌধুরী 
নারীর ক্ষমতায়নের যে কথা আমরা বলি, এই ক্ষমতায়নের বড় একটি পথ রাজনৈতিক ক্ষমতায়ন। কিন্তু ক্ষমতায়ন শুধু অংশগ্রহণ নয়, অংশীদারিত্ব। সেই জায়গায় নারী আছেন কিনা– তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ক্ষমতা এবং অংশগ্রহণ– এ দুটি বিষয় যদি একসঙ্গে না চলে, তাহলে ক্ষমতায়ন হবে না। আমরা নারীর ক্ষমতায়নে অনেক দূর এগিয়েছি। নারী সব জায়গাতেই আছেন। শুধু নারীর মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার– এ জায়গাটায় আমার আপত্তি রয়েছে। শুধু নারী কেন 
বদলাবে? পুরুষ কেন বদলাবে না? পুরুষের দিক থেকেও এই পরিবর্তন দরকার। 
করিন হেনচোজ পিগনানি
বাংলাদেশে আমি চার বছরের মতো কাজ করেছি। এ সময় সুইজারল্যান্ডের সহায়তায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণকারীদের সঙ্গে দেখা করেছি। আমি অনুভব করি যে, অপরাজিতাদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। অপরাজিতাদের মূল্যায়ন করার জন্য এবং স্থানীয় শাসনে তাদের ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার জন্য সংসদের মাননীয় স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এসডিজি’র সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা। 
বেন ব্লুমেন্থাল
হেলভেটাস অপরাজিতা প্রকল্পের সঙ্গে জড়িত হতে পেরে গর্বিত। অপরাজিতার নেতৃবৃন্দ এখন অনেক যোগ্য। আমি একটি বিষয়ে বলতে চাই, সব পুরুষ কিন্তু পুরুষতন্ত্রকে সমর্থন করে না। নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে সমর্থন করে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ইতিবাচক পরিবর্তনের জন্যে সকলকে এগিয়ে আসতে হবে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জীবনের সব ক্ষেত্রে এটি প্রয়োজন।

অধিবেশনের সভাপতি নিগার সুলতানা কেয়ার বক্তব্যের পর অপরাজিতাদের পক্ষ থেকে সম্মেলনে আসা সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন রহিমা বেগম।

সমাপনী অধিবেশনের প্রধান অতিথি

ডা. দীপু মনি, এমপি
মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়

সমাপনী অধিবেশনের বিশেষ অতিথিবৃন্দ ও অন্যান্য বক্তা

রাশেদা কে চৌধুরী
নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান

করিন হেনচোজ পিগনানি
হেড অফ কো-অপারেশন, সুইজারল্যান্ড এমবাসি  

বেন ব্লুমেন্থাল
কান্ট্রি ডিরেক্টর, হেলভেটাস বাংলাদেশ

রহিমা বেগম
সহসভাপতি
বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক, রাজশাহী

অনুলিখন

মাজহারুল ইসলাম রবিন
স্টাফ রিপোর্টার, সমকাল

সমন্বয়

হাসান জাকির
হেড অব ইভেন্টস, সমকাল

আরও পড়ুন

×