ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউএসএইড এবং ভিসা বাংলাদেশের সমঝোতা স্মারক সই

ইউএসএইড এবং ভিসা বাংলাদেশের সমঝোতা স্মারক সই

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ১০:২৮

সহজে ডিজিটাল উপায়ে মূল্য পরিশোধ, সবাইকে সমান সুবিধা দেওয়া ও একটি স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে নিয়ে সম্প্রতি এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) এবং ভিসা বাংলাদেশ। 

সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন বাংলাদেশে ইউএসএইড মিশন পরিচালক রিড এশলিম্যান এবং বাংলাদেশ, নেপাল ও ভুটানের জন্য ভিসা কান্ট্রি ম্যানেজার মো. সাব্বির আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার (১ জুলাই) ভিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বেশকিছু খাতে একসাথে কাজ করবে ইউএসএইড এবং ভিসা বাংলাদেশ, যার মাঝে রয়েছে ইউএসএইডের গবাদিপশু এবং কৃষি সংক্রান্ত কার্যক্রমে ভিসার পণ্য এবং সেবার ব্যবহার, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অর্থায়নের ব্যবস্থা, এবং উদ্যোক্তাদের আর্থিক বিষয়ে প্রশিক্ষণ। 

এ ছাড়াও কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারী শিল্পের কাঠামো গঠন ও তাদের সহায়তায় একত্রে কাজ করবে ইউএসএইড এবং ভিসা বাংলাদেশ। 

সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ, সমঝোতা স্মারক অনুষ্ঠানে বলেন রিড এশলিম্যান। 

ইউএসএইডের সঙ্গে এই সমঝোতা স্বারক স্বাক্ষরের ব্যাপারে উচ্ছাস জানিয়ে মো. সাব্বির আহমেদ বলেন, এর লক্ষ্য হলো আমাদের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের ক্ষমতায়ন। 

আরও পড়ুন

×