আইসিসিবিতে সভা
আর্জেন্টিনার সঙ্গে ব্যবসা-বিনিয়োগের নতুন সুযোগ খোঁজার সুপারিশ

গুলশানে আইসিসিবি কার্যালয়ে সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫ | ১৯:৩৩ | আপডেট: ২৮ মে ২০২৫ | ১৯:৩৫
বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ খুঁজে বের করা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস চেসা। বুধবার রাজধানীর গুলশানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, ‘২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালু করার পর থেকেই আমরা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের অনেক সম্ভাবনা দেখেছি। এখন যৌথ প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে রপ্তানি-আমদানি ও বিনিয়োগ খাতে আরও নতুন সুযোগ খুঁজে বের করা দরকার।’ বুধবার আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ তার বাণিজ্য বৈচিত্র্য কৌশলে আর্জেন্টিনাকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে।’ সভায় আরও বক্তব্য রাখেন আইসিসিবির সহ-সভাপতি এ. কে. আজাদ, নির্বাহী বোর্ড সদস্য আবদুল হাই সরকার, কুতুব উদ্দিন আহমেদ, এম. এ. জব্বার ও আইসিসিবির মহাসচিব আতাউর রহমান।
সভায় জানানো হয়, ২০২২ সালে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭৭ কোটি ডলার। বাংলাদেশ আর্জেন্টিনা থেকে সয়াবিন, ভুট্টা, গম ও তুলা আমদানি করে। আর বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় প্রধানত তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি হয়। দুই দেশই যৌথ বিনিয়োগের নতুন ক্ষেত্র বিশেষ করে জ্বালানি, কৃষি, চিকিৎসা প্রযুক্তি ও তুলা খাতের সহযোগিতার পথ খুঁজছে। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল দলের জনপ্রিয়তাকে সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে বিবেচনা করা হচ্ছে। আলোচনায় দুই দেশের পক্ষ থেকেই অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এবং একটি শক্তিশালী ও বহুমুখী সম্পর্ক গঠনের অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সভা শেষ হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন আর্জেন্টিনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ম্যাক্সিমিলিয়ানো রোমানেলো, আইসিসিবির জেনারেল ম্যানেজার অজয় বিহারী সাহা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা শাহনেওয়াজ লতিকা।
- বিষয় :
- ব্যবসা
- বিনিয়োগ
- আর্জেন্টিনা
- আইসিসিবি