রাশিয়ায় ব্যবসা স্থগিত করলো ম্যাকডোনাল্ডস, কোকাকোলা ও পেপসি

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২২ | ২২:৩৯ | আপডেট: ০৮ মার্চ ২০২২ | ২২:৩৯
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রতিবাদে রাশিয়ায় ব্যবসা স্থগিতের ঘোষণা দিয়েছে ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, কোকাকোলা ও পেপসি।
ম্যাকডোনাল্ডস রাশিয়ায় থাকা তাদের প্রায় ৮৫০টি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করেছে। অন্যদিকে স্টারবাকস দেশটিতে থাকা তাদের ১০০টি কফি শপ বন্ধ করার ঘোষণা দিয়েছে। খবর বিবিসি অনলাইনের।
এক বিবৃতিতে ম্যাকডোনাল্ডস বলেছে, ইউক্রেনে অপ্রয়োজনীয় মানবিক দুর্দশার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেস্তোরাঁগুলো পুনরায় কবে খোলা হবে তা ‘অনুমান করা সম্ভব না’।
এদিকে কোকাকোলা বিবৃতিতে বলেছে, তারা রাশিয়ায় তাদের ব্যবসা স্থগিত করেছে। রাশিয়া থেকে কোম্পানিটির মোট রাজস্ব আয়ের ২ শতাংশ আসতো। এ ছাড়া রাশিয়ার বোতলজাত এবং বিতরণ ব্যবসায় ২০ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানিটির।
অন্যদিকে পেপসি জানিয়েছে, রাশিয়ায় তারা পেপসি কোলা, সেভেন আপ ও মিরিন্ডা বিক্রি করবে না।