ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইমরানের বিরুদ্ধে ‘অনাস্থা প্রস্তাবের’ ভোট হতে পারে আগামী সপ্তাহে: ফাওয়াদ

ইমরানের বিরুদ্ধে ‘অনাস্থা প্রস্তাবের’ ভোট হতে পারে আগামী সপ্তাহে: ফাওয়াদ

পাকিস্তানের তথ্য ও আইনমন্ত্রী ফাওয়াদ চৌধুরী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২ | ২৩:৫০ | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ | ১২:১৮

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোট আগামী সপ্তাহে হতে পারে।

জিও নিউজ এ তথ্য জানায়।

এর আগে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। যদিও পরে ডেপুটি স্পিকারের আদেশকে অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট।

এর পর শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনাস্থা ভোট আয়োজনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টের আদেশ সত্ত্বেও ফাওয়াদ বলেছেন, আজকের বদলে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট আগামী সপ্তাহে হতে পারে।

তিনি বলেন, আমরা খুব বেশি সময় নেব না। পার্লামেন্টে অনাস্থা ভোট নিয়ে আলোচনার আগে পররাষ্ট্রমন্ত্রী হুমকি বার্তা নিয়ে বক্তব্য দেবেন।

সূত্র জানায়, সুপ্রিম কোর্টের আদেশ সত্ত্বেও পিটিআই নেতৃত্বাধীন সরকার অনাস্থা ভোটের ওপর আজ ভোট আয়োজন না করার পরিকল্পনা নিয়েছে।

সূত্র আরও জানায়, পিটিআইয়ের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, ‘জাতীয় পরিষদে আলোচনা দীর্ঘ করতে’। তা করা গেলে ‘সময় স্বল্পতার কারণে’ ভোট এড়ানো যাবে।

অপরদিকে জাতীয় পরিষদ সচিবালয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট যেন আজই অনুষ্ঠিত হয়। অন্যথায় স্পিকার আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হতে পারেন।

শুক্রবার জাতীয় পরিষদে আলোচনার জন্য ছয়টি বিষয় কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অনাস্থা ভোট রয়েছে চার নম্বরে।

আরও পড়ুন

×