ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অ্যাসাঞ্জের প্রত্যর্পণ চ্যালেঞ্জ করবে না অস্ট্রেলিয়া

অ্যাসাঞ্জের প্রত্যর্পণ চ্যালেঞ্জ করবে না অস্ট্রেলিয়া

জুলিয়ান অ্যাসাঞ্জ

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ | ২৩:০৬

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। বিচারের মুখোমুখি করতে ওয়াশিংটনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সেদেশের হাতে তুলে দিতে বুধবার রায় দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। এরপর বৃহস্পতিবার অ্যাসাঞ্জের দেশ অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ এক মন্ত্রী বলেন, এর বিরুদ্ধে আপিল করবে না ক্যানবেরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার সিনেটর ও অর্থমন্ত্রী সিমন বার্মিংহাম বলেন, 'ব্রিটিশ বিচার ব্যবস্থার স্বাধীনতা ও অখণ্ডতায় আমাদের আস্থা আছে। এ প্রত্যর্পণের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে না অস্ট্রেলিয়ার সরকার। ওই পদ্ধতির মধ্য দিয়ে এ সংক্রান্ত কার্যক্রমের প্রক্রিয়া চলবে।' ২০১০ সালে উইকিলিকস ইরাক ও আফগানিস্তান যুদ্ধের কয়েক হাজার গোপন নথি ফাঁস করে দেয়। খবর সিএনএনের।

আরও পড়ুন

×