ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাফেটকে টপকে ভারতের আদানি এখন বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী

বাফেটকে টপকে ভারতের আদানি এখন বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ২৩:৩৪ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ২৩:৩৪

এবার বিশ্বের ‘বিনিয়োগ গুরু’খ্যাত ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম শীর্ষ ধনীর তকমা পেলেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি। এই হিসাব যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের। 

ফোর্বস-এর হিসাব অনুযায়ী গত শুক্রবারের হিসাবে ভারতের ৫৯ বছর বয়সী ধনকুবের গৌতম আদানির সম্পদের মোট মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৭০ কোটি মার্কিন ডলার। বদৌলতে তিনি এক লাফে বৈশ্বিক অতিধনী তালিকায় পঞ্চম স্থানে উঠে যান। তার আগে এই স্থানে ছিলেন ৯১ বছর বয়সী ওয়ারেন বাফেট, যার সম্পদের মূল্য এখন ১২ হাজার ১৭০ কোটি ডলার।  

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে গত শুক্রবার ব্যাপক দরপতন ঘটে। এতে ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ারের দর ২ শতাংশ কমে যায়। এতেই বাফেটকে ছাড়িয়ে যান আদানি।

ফোর্বস-এর রিয়েল-টাইম বিলিয়নিয়ার ট্র্যাকার অনুসারে বিশ্বে আদানির সামনে এখন মাত্র চারজন অতিধনী আছেন। এর মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলা ও মহাকাশে রকেট প্রেরণকারী সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তার সম্পদের মূল্য ২৬ হাজার ৯৭০ কোটি ডলার। 

আরও পড়ুন

×