ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিজের গড়া রেকর্ড ভাঙলেন নেপালি শেরপা

নিজের গড়া রেকর্ড ভাঙলেন নেপালি শেরপা

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ০৮ মে ২০২২ | ২৩:২১

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় ২৬ বারের মতো আরোহণ করে নতুন বিশ্ব রেকর্ড করেছেন নেপালি শেরপা কামি রিতা। এর মধ্য দিয়ে গত বছর করা নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। সরকারি এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় গত শনিবার এভারেস্টের দক্ষিণ-পূর্ব শৈলশিরা পথ ধরে ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় পৌঁছান কামি রিতা। এই একই পথ ধরে ১৯৫৩ সালে প্রথমবারের মতো এভারেস্টে মানুষের পদচিহ্ন এঁকেছিলেন নিউজিল্যান্ডের স্যার এডমুন্ড হিলারি ও নেপালি শেরপা তেনজিং নোরগে। শনিবার ৫২ বছর বয়সী কামি রিতার নেতৃত্বে আরও ১০ জন শেরপা এভারেস্ট জয় করেছেন। খবর রয়টার্সের।

আরও পড়ুন

×