দোনেৎস্ক অঞ্চলের একটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রুশপন্থিদের

ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়া ঘরের সামনে এক নারী। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২২ | ০৩:৩৯ | আপডেট: ২৭ মে ২০২২ | ০৩:৩৯
ইউক্রেনের দোনবাসের দোনেৎস্ক অঞ্চলের একটি শহর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে দাবি করেছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা লিম্যান শহর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে দাবি করেছে।
দোনেৎস্ক পিপলস রিপাবলিকের সশস্ত্র বাহিনী টেলিগ্রামের এক পোস্টে জানায়, ২২০টি বসতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
বিবিসি তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
পুরো দোনবাস দখলে নেওয়ার জন্য রাশিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্য স্লোভিয়ানস্ক নিয়ন্ত্রণে নেওয়া। আর এ শহরের আগেই লিম্যান শহরের অবস্থান।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছুদিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানানোর পর থেকে দোনবাস অঞ্চলে হামলা জোরদার করে রুশ সেনারা।
এর পর গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোলের দখলে নেয় রাশিয়া। এখন তারা দোনবাস অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে।