অন্য খবর
১৫ হাজার বছর আগের ভাইরাস

সমকাল ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ৩০ মে ২০২২ | ০০:৩৬
জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণতা বেড়ে যাচ্ছে। এতে অ্যান্টার্কটিকাসহ অনেক এলাকার বরফ গলে প্রাচীন সব প্রাণীর অস্তিত্বের প্রমাণ বেরিয়ে আসছে। সম্প্রতি ১৫ হাজার বছর আগের কয়েকটি ভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তিব্বতের বরফঢাকা একটি পর্বতশৃঙ্গে পাওয়া গেছে এসব ভাইরাস। সেখান থেকে সংগ্রহ করা বরফখণ্ডে যে ভাইরাসগুলোর অস্তিত্ব মিলেছে, সেগুলো বিজ্ঞানীদের কাছে একেবারেই অপরিচিত। এর আগে বরফের নিচ থেকে প্রায় ৪০ হাজার বছর আগের নেকড়ের মাথা এবং সাড়ে সাত লাখ বছর আগের ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির জলবায়ু ও অণুজীববিজ্ঞানীদের একটি দল গবেষণার কাজে পশ্চিম চীনের গুলিয়া আইস ক্যাপে গিয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতশৃঙ্গের উচ্চতা ২২ হাজার ফুট। ২০১৫ সালের ওই অভিযানে তাঁরা সেখান থেকে কিছু বরফখণ্ড নিয়ে আসেন। পর্যবেক্ষণের পর সেসব বরফখণ্ডে মিলেছে এই প্রাচীন ভাইরাসগুলোর উপস্থিতি। অণুজীববিজ্ঞানী ঝিপিং ঝং জানান, প্রায় এক হাজার ১৭ ফুট গভীর থেকে বরফখণ্ডগুলো তুলে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ৩৩টি ভাইরাস পাওয়া যায়। এর মধ্যে ২৮টি একেবারেই অপরিচিত। সূত্র :সায়েন্স অ্যালার্ট।
- বিষয় :
- জলবায়ু পরিবর্তন
- অ্যান্টার্কটিকা
- ভাইরাস