ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মারিউপোলে ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছে রুশরা: মেয়র

মারিউপোলে ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছে রুশরা: মেয়র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২২ | ০১:১৬ | আপডেট: ৩১ মে ২০২২ | ০১:১৬

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে মধ্য এপ্রিল থেকে কমপক্ষে ১৬ হাজার বাসিন্দাকে একাধিক গণকবরে সমাহিত করেছে রুশ বাহিনী। বর্তমানে রুশ নিয়ন্ত্রিত শহরটির ইউক্রেনীয় মেয়র ভাদিম বয়চেঙ্কো এমন দাবি করেছেন। স্ত্রারি ক্রিম, মানহুশ ও ভিনোহরেদন গ্রামের কাছে এসব গণকবর রয়েছে। খবর আল-জাজিরার।

 সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ভাদিম বয়চেঙ্কো বলেন, গত মাসে স্ত্রারি ক্রিম সমাধিক্ষেত্রে নতুন করে খোঁড়া ২৫টি গর্ত দেখা গেছে।

এসব গর্তে কয়েক স্তরে মরদেহ রাখা হয়। এরপর ব্যক্তিগত সমাধির মতো করে সেগুলো ঢেকে দেওয়া হয়। ভাদিম বয়চেঙ্কো বলেন, ‘আমাদের আনুমানিক হিসাব অনুযায়ী মারিউপোলে ২২ হাজার মানুষ মারা গেছেন। 

মারিউপোলের ইউক্রেনীয় এই মেয়র দাবি করেন, এখনো হাজারো মরদেহ ধ্বংসস্তূপ, সাধারণ সমাধিক্ষেত্র ও অস্থায়ী মর্গে পড়ে আছে।

আরও পড়ুন

×