শ্রীলঙ্কার জনগণকে শান্ত থাকতে বলছে সামরিক বাহিনী

ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২২ | ০৮:০৩ | আপডেট: ১০ জুলাই ২০২২ | ০৮:০৩
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রাসাদে হামলা ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দেয়ার পর দেশটির সামরিক বাহিনী জনগণকে শান্তি বজায় রাখতে অনুরোধ করেছেন। তাদেরকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।
শনিবার সারাদিন ধরে বিশৃঙ্খলা ও সহিংসতার মধ্যে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বুধবার পদত্যাগ করবেন এমন ঘোষণা করার পর সেনাবাহিনীর তরফ থেকে এই আবেদন জানানো হয়। খবর বিবিসির।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা বাহিনীর স্টাফ প্রধান বলছেন, শান্তিপূর্ণ উপায়ে বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একটা সুযোগ তৈরি হয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও পদত্যাগ করতে রাজি হয়েছেন।