ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২ | ১২:১৭ | আপডেট: ১৪ জুলাই ২০২২ | ১২:১৭

ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় বৃহস্পতিবার ওই রোগীকে শনাক্ত করা হয় বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন।

মন্ত্রী জানান, আক্রান্ত ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ দিন আগে কেরালায় এসেছেন। তার মাঙ্কিপক্সের উপসর্গ ছিল।

ওই রোগীকে কেরালার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপসর্গ থাকায় গতকাল তার নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল বলে মন্ত্রী জানান।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে কেরালা রাজ্যেই ভারতের প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল।

আরও পড়ুন

×