ক্যাপিটল হিলের শুনানি
হামলাকারীদের উস্কে দিয়ে লাইভ দেখছিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২২ | ০৯:৪৭ | আপডেট: ২২ জুলাই ২০২২ | ০৯:৪৭
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার সময় টিভিতে সরাসরি সম্প্রচার দেখছিলেন সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন ঘণ্টা এভাবেই কাটান তিনি। সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে সন্তান ও ঘনিষ্ঠ সহযোগীদের অনুরোধে কান দেননি ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার কংগ্রেসে অনুষ্ঠিত শুনানিতে এমন জবানবন্দি দিয়েছেন সাক্ষীরা। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার অষ্টমবারের মতো শুনানি হয়। অন্যদিনের শুনানির মতো এদিনও হোয়াইট হাউসে ট্রাম্পের সাবেক সহযোগী ও নিরাপত্তা কর্মীদের ভিডিও জবানবন্দি উপস্থাপন করেছে তদন্ত প্যানেল।
ভিডিও জবানবন্দিতে সাক্ষীরা বলেন, সমর্থকদের হামলায় উস্কানি দিয়ে বক্তব্য দেওয়ার পর ১৮৭ মিনিট (তিন ঘণ্টার বেশি) ধরে নিষ্ক্রিয় ছিলেন ট্রাম্প। অর্থাৎ তাঁর উস্কানিতে হামলা শুরুর পর তা ঠেকাতে ১৮৭ মিনিট কোনো পদক্ষেপ নেননি তিনি। এরপর এক ভিডিও বক্তব্যে সমর্থকদের বাড়ি ফিরে যেতে বলেন ট্রাম্প।
জবানবন্দি নেওয়ার সময় হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা প্যাট সিপোলোনকে তদন্তকারী ব্যক্তিরা ঘটনার দিন ট্রাম্পের ভূমিকা সম্পর্কে একের পর এক প্রশ্ন করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্প তাঁর প্রতিরক্ষামন্ত্রী অ্যাটর্নি জেনারেল কিংবা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধানকে ফোন করেছিলেন কিনা। সিপোলোন প্রতি প্রশ্নের জবাবে না-সূচক উত্তর দিয়েছেন।