ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জিজ্ঞাসাবাদ শেষে মহারাষ্ট্রের রাজ্যসভা সদস্য সঞ্জয় গ্রেপ্তার

জিজ্ঞাসাবাদ শেষে মহারাষ্ট্রের রাজ্যসভা সদস্য সঞ্জয় গ্রেপ্তার

সঞ্জয় রাউত। ফাইল ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২২ | ১০:২৬ | আপডেট: ৩১ জুলাই ২০২২ | ১০:২৬

মহারাষ্ট্রে জমিসংক্রান্ত দুর্নীতির অভিযোগে উদ্ভব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা সংসদ সদস্য সঞ্জয় রাউতকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তার গ্রেপ্তারের পর শিবসেনা সমর্থকদের বিক্ষোভে উত্তাল মুম্বাই।

২০০২ সালে মুম্বাইয়ের একটি বস্তির পুনর্নির্মাণ এবং সঞ্জয়ের স্ত্রী বর্ষা রাউত ও অন্য সহযোগীদের টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে দু’বার সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। গত ২ জুলাই প্রথম ইডির দপ্তরে দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এরপর ২৭ জুলাই ইডির দপ্তরে উপস্থিত হওয়ার কথা ছিল তার। কিন্তু বিষয়টি সংসদে বর্ষাকালীন অধিবেশন চলছে জানিয়ে এড়িয়ে যান তিনি। 

এরপর রোববার সকাল ৭টার দিকে পূর্ব মুম্বাইয়ের বান্ডাপে সঞ্জয়ের বাড়িতে যান ইডি কর্মকর্তারা। সঙ্গে ছিলেন সিআইএসএফ জওয়ানরা। শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

এদিকে ইডির কর্মকর্তারা তার বাড়িতে গেলে তার বাড়ির বাইরে জড়ো হন শিবসেনা সমর্থকরা। বিজেপি ও ইডির বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, সঞ্জয় বিজেপি ও একনাথ শিন্ডে শিবিরে যোগ দেননি বলেই এসব অভিযোগ উঠেছে। এর আগে মহা বিকাশ আগাড়ি সরকারের অনিল দেশমুখ ও নবাব মালিককে গ্রেপ্তার করে ইডি। এর আগে গত এপ্রিলে সঞ্জয়ের স্ত্রী বর্ষা এবং দুই সহযোগী অনিল ও নবাবের সাড়ে ১১ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। 

অন্যদিকে নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জয়। উল্টো তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইডির অভিযানের পর আজ কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। 

তিনি বলেন, বালাসাহেবের নামে শপথ করে বলছি দুর্নীতির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। উনি আমাদের লড়াই শিখিয়েছেন, আমরা লড়ব।

তাকে উদ্ধবের দল ছাড়তে বাধ্য করার জন্য অভিযান চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন

×