জাওয়াহিরিকে আশ্রয় দিয়ে দোহা চুক্তি লঙ্ঘন করেছে তালেবান: ব্লিনকেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০১:৪৬ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০১:৪৬
আল-কায়েদার শীর্ষ নেতা আল-জাওয়াহিরিকে আশ্রয় দিয়ে তালেবান দোহা চুক্তি লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে ব্লিনকেন বলেছেন, 'নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে তালেবানের অক্ষমতা বা অনিচ্ছার মুখেও আমরা আফগান জনগণকে বিস্তৃত ত্রাণ সহায়তা এবং তাদের মানবাধিকার বিশেষ করে নারী ও মেয়েদের অধিকার রক্ষায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে সমর্থন দিয়ে যাবো।'
উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে হওয়া চুক্তিতে আল-কায়েদাসহ কোনো সন্ত্রাসী-জঙ্গি সংগঠন বা ব্যক্তিকে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না বলে নিশ্চয়তা দিয়েছিল তালেবান।