ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের গাড়িবহরে হামলা

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের গাড়িবহরে হামলা

পাটনা জেলার সোহাগিতে এই ঘটনা ঘটে।

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২২ | ১০:২৫ | আপডেট: ২১ আগস্ট ২০২২ | ১০:২৭

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছোড়া হয়েছে পাথর। এতে ভেঙ্গেছে গাড়ির কাচ। 

আজ রোববার পাটনা জেলার সোহাগিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগের তীর উঠেছে বিজেপির দিকে। হামলার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা তৈরি হয় সোহাগিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। নামানো হয় কমান্ডো বাহিনী। 

পরে বিহারবাসীকে মুখ্যমন্ত্রী নীতিশ সংযত থেকে শান্তি স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, কোনো প্ররোচনায় যেন কেউ পা না দেয়। বিজেপির সব চক্রান্তকে ব্যর্থ করতে হবে ধৈর্য ধরে।

জানা গেছে, হামলার সময় কোনো গাড়িতে উপস্থিত ছিলেন না নীতিশ কুমার। কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই হামলা চালান। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বিহার পুলিশের ডিজি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিরাপদে এবং স্থিতিশীল আছেন। 

এ ঘটনার ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, জনবহুল রাস্তায় স্থানীয় কিছু লোক লাঠি, পাথর দিয়ে হামলা চালায়। এরপর আশপাশ থেকে দলে দলে আরও লোক ছুটে এসে গাড়িতে পাথর ছুড়তে থাকে। 

হামলার ঘটনার তীব্র নিন্দা উঠেছে ভারতজুড়ে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিহারের রাজ্যপালসহ অনেক রাজ্য ও জাতীয় স্তরের রাজনৈতিক নেতৃত্ব। 

উল্লেখ্য, চলতি আগস্ট মাসেই বিজেপির সঙ্গে জোট সরকারের সমাপ্তি ঘটিয়ে প্রতিদ্বন্দ্বী আরজেডি ও কংগ্রেসের হাত ধরে মহাজোটের সরকার গড়েন নীতিশ। তার পরেই এই হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন

×