দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয়ী আম আদমি পার্টি

অরবিন্দ কেজরিওয়াল
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ | ২৩:২৬
বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগের মধ্যেই দিল্লি বিধানসভায় শক্তি প্রদর্শনে সফল হলেন অরবিন্দ কেজরিওয়াল। আস্থা ভোটে জয়ী হলো কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)।
৭০ আসনের দিল্লি বিধানসভায় আস্থা ভোটে আপের সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। কেজরিওয়ালের দলের বিধায়ক সংখ্যা ৬২। বিজেপির পক্ষে ভোট দিয়েছেন আটজন। খবর এনডিটিভির।
সম্প্রতি বিজেপির বিরুদ্ধে তাঁদের দলে ভাঙন ধরানোর অভিযোগ করে দিল্লি রাজনীতিতে হৈচৈ ফেলে দিয়েছিলেন আপ নেতারা। তাঁর সরকারকে ভাঙার জন্য বিজেপি প্রায় ৮০০ কোটি টাকা নিয়ে নেমেছিল বলে অভিযোগ করেছেন আপ-প্রধান।
কেজরিওয়ালের দাবি, দিল্লিতে 'অপারেশন লোটাস' ব্যর্থ হয়েছে। তাঁর একজন বিধায়ককেও বিজেপি তাদের শিবিরে নিতে পারেনি বলেও দাবি করেন তিনি। দলের বিধায়করা তাঁর সঙ্গে রয়েছেন- এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থা ভোটের ডাক দেন।
আস্থা ভোটের প্রস্তাব পাস হওয়ার পর বিজেপিকে উদ্দেশ করে কেজরিওয়াল বলেন, দিল্লিতে একজন আপ বিধায়ককে কিনতেও ব্যর্থ হয়েছে ওরা (বিজেপি)। আমাদের ৬২ জন বিধায়ক রয়েছেন। এর মধ্যে দু'জন দেশের বাইরে রয়েছেন; একজন জেলে।
- বিষয় :
- আম আদমি পার্টি
- অরবিন্দ কেজরিওয়াল