ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রানির শেষকৃত্যে আমন্ত্রণ পায়নি রাশিয়া-মিয়ানমার-বেলারুশ

রানির শেষকৃত্যে আমন্ত্রণ পায়নি রাশিয়া-মিয়ানমার-বেলারুশ

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২৩:০০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২৩:০০

রাশিয়া, মিয়ানমার এবং বেলারুশের কোনো প্রতিনিধিকে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য।

মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ সরকারের কার্যালয় হোয়াইটহলের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। আগামী সোমবার রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। খবর রয়টার্সের। 

ইউক্রেইনে মস্কোর আগ্রাসনের জেরে পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার ওপর নানান নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়া ও এর মিত্র দেশ বেলারুশকে বিশ্ব মঞ্চ থেকে বিচ্ছিন্ন করে রাখতে অন্যান্য আরও পদক্ষেপ নিয়েছে।

এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, নিপীড়নের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের ওপরও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থন জোরদার করেছে। এ কারণেই রাশিয়া, বেলারুশ বা মিয়ানমারের কোনো প্রতিনিধি রানির শেষকৃত্যে অংশ নিতে পারছেন না।

আরও পড়ুন

×