ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পার্থ-অর্পিতার নামে আদালতে চার্জশিট

পার্থ-অর্পিতার নামে আদালতে চার্জশিট

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১৫

স্কুল সার্ভিস কমিশন নিয়োগে দুর্নীতি-কাণ্ডে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ভারতের আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সোমবার ইডির বিশেষ আদালতে এ চার্জশিট পেশ করা হয় বলে জানিয়েছে ইডি সূত্র।

গ্রেপ্তারের ৫৮ দিনের মাথায় তাদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করা হলো। সবমিলিয়ে পার্থ এবং অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে চার্জশিটে জানিয়েছে ইডি৷

চার্জশিটে ইডি জানিয়েছে, অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৪৯ কোটি ছাড়াও পার্থ এবং অর্পিতার নামে থাকা প্রায় চল্লিশটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার বর্তমান বাজার মূল্য ৪০.৩৩ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট, ফার্ম হাউস, বেশ কয়েকটি সংস্থাও।

চল্লিশটি স্থাবর সম্পত্তি, ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে৷ এসব অ্যাকাউন্টে সব মিলিয়ে ৭.৮৯ কোটি টাকা মিলেছে৷ অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে প্রায় ৪৯ কোটি টাকা নগদ ছাড়াও ৫.০৮ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি। সবমিলিয়ে পার্থ এবং অর্পিতার বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ১০৩.১০ কোটি টাকা বলে চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

প্রসঙ্গত, গত ২২ জুলাই শুক্রবার, শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে হানা দেয় ইডি। এরপর টানা জিজ্ঞাসাবাদের শেষে ওইদিন রাতে পার্থকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সাবেক মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলাকালীনই তার ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জের আবাসনে হানা দিয়ে তদন্তকারী সংস্থা। পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও বিপুল পরিমাণ টাকার হদিস পাওয়া যায়। এ ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। এই মামলায় পার্থের পর অর্পিতাকেও গ্রেপ্তার করা হয়।

বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ। এর আগে প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ। এছাড়া আলিপুর সংশোধনাগারে রয়েছেন অর্পিতা।

আরও পড়ুন

×