ইবোলা সংক্রমণ
উগান্ডার দুই এলাকায় তিন সপ্তাহের লকডাউন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২ | ০৫:৫২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ | ০৫:৫২
ইবোলা সংক্রমণের কারণে উগান্ডার দুই এলাকায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। মুবেন্ডে ও প্রতিবেশী কাসান্ডায় বার, নাইট ক্লাব, উপাসনালয় ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। এছাড়া কারফিউ জারি করা হবে।
সম্প্রতি ইবোলার সংক্রমণে উগান্ডায় ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ইবোলায় রেকর্ড ৫৮ জন সংক্রমিত হয়েছেন। ধারণা করা হচ্ছে উগান্ডায় মৃত্যু ও সংক্রমণ আরও বেশি হতে পারে। খবর বিবিসির।
মুবেন্ডেতে সেপ্টেম্বর মাসের প্রথমদিকে ইবোলার সংক্রমণ শুরু হয়। রাজধানী কামপালা থেকে ৮০ কিলোমিটার দূরের এই শহর ইবোলা সংক্রমণের কেন্দ্রস্থল।
উগান্ডায় এবার ইবোলার সুদানের ধরনের সংক্রমণ হয়েছে। ইবোলায় বমি, ডায়রিয়া, শরীরের ভেতর ও বাইরে রক্তক্ষরণের উপসর্গ থাকে।
ইবোলার আক্রান্ত হিসেবে সন্দেহভাজন যারা আইসোলেশনে থাকতে চান না, তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
- বিষয় :
- ইবোলা সংক্রমণ
- উগান্ডা
- লকডাউন
- কারফিউ