ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বেইজিংয়ে করোনা সংক্রমণ ৪ গুণ বৃদ্ধি, প্রতিরোধে জোর

বেইজিংয়ে করোনা সংক্রমণ ৪ গুণ বৃদ্ধি, প্রতিরোধে জোর

ছবি- সংগৃহীত।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ০১:৫৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ০২:০০

কংগ্রেস পার্টির সভার প্রেক্ষাপটে সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে করোনা সংক্রমণ চারগুণ বেড়ে গেছে। করোনা প্রতিরোধে পাবলিক চেকিং বাড়ানো হয়েছে এবং কিছু আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। 

বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১০ দিনে আক্রান্ত হয়েছেন ১৯৭ জন, যা তার আগের ১০ দিনের তুলনায় চার গুণ বেশি। ওই ১০ দিনে আক্রান্ত হয়েছিলেন ৪৯ জন। 

এই সংখ্যা অন্য অনেক দেশের তুলনায় খুবই কম। তবে চীনের শূন্য-কোভিড নীতির রাজধানীতে কর্তৃপক্ষ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে। 

বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আরও শক্তিশালী স্ক্রিনিং এবং জনাকীর্ণ জায়গায় প্রবেশকারী লোকদেরকে সতর্কতামূলক চেক করার আহ্বান জানিয়েছে।

করোনা শনাক্ত হয়েছে এমন কিছু আবাসিক এলাকায় তিন দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। 

শূন্য-কোডিড নীতি চীনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এ নীতি নিয়ে ইতোমধ্যে জনসাধারণের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা এর বিরোধিতাও শুরু করেছে। তবে চীন এই নীতিতে এখনো অটল রয়েছে। 

আরও পড়ুন

×